Ajker Patrika

রাস্তায় দেয়াল, ক্লাসে না গিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ১৭
রাস্তায় দেয়াল, ক্লাসে না গিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

ত্রিশালে নজরুল সেনা স্কুলে প্রবেশের রাস্তায় প্রতিবন্ধকতার তৈরি করায় শিক্ষার্থীরা স্কুলে না গিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে। রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন শেষে তারা ইউএনও ও মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে দেখে, প্রবেশের রাস্তায় বাউন্ডারি করে দেয়াল তুলে দেওয়া হয়েছে। এ সময় তারা স্কুলে প্রবেশ করতে না পেরে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা স্কুলের রাস্তা খুল দেওয়ার দাবিতে ইউএনও ও মেয়র বরাবর স্মারকলিপি দেয়।

সরেজমিনে জানা যায়, কয়েক বছর ধরে রাস্তাটি নজরুল সেনা স্কুলের শিক্ষার্থী ও এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার ব্যবহার করত। তবে দেয়াল নির্মাণ করায় রাস্তাটি বন্ধ রয়েছে। এতে স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থী ও ওই পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে।

স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামিমের কথায়, ‘রাস্তা বন্ধ করায় আমরা খুব বেকায়দায় পড়েছি। এখন স্কুলের পেছন দিয়ে অনেক কাঁদা মাড়িয়ে আসা-যাওয়া করতে হবে।’

নজরুল সেনা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, ‘অনেক বছর ধরে যে রাস্তা ব্যবহার করে শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়া করে, সেই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে একটি পক্ষ। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আজ উপজেলা পরিষদে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। একটি স্মারকলিপিও দিয়েছি।’

জমির মালিক রফিকুল ইসলাম বিএসসি বলেন, ‘আমার কেনা জমিতে আমি দেয়াল তুলেছি। আগে নজরুল সেনা স্কুলের কাছে আমার অংশটুকু ভাড়া দেওয়া ছিল। তারা এখন আর ভাড়া নিচ্ছে না। তাই আমি একটি মাদ্রাসা পরিচালনা করার জন্য আবার ভাড়া দিয়েছি। মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এই বাউন্ডারি করতে হয়েছে। তবে স্কুলে যাতায়াতের জন্য দেয়াল ভেঙে আড়াই ফুটের একটি রাস্তা রেখেছি।’

ত্রিশালের ইউএনও মো. আক্তারুজ্জামান বলেন, ‘স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এসেছিল জানতে পেরে আমি সহকারী কমিশনারকে (ভূমি) তাদের বক্তব্য শোনার জন্য পাঠিয়েছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত