Ajker Patrika

ভূমি অধিগ্রহণে পরিবর্তন চেয়ে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ২৩
ভূমি অধিগ্রহণে পরিবর্তন চেয়ে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পে পৌর এলাকায় ‘বৈষম্যমূলক ভূমি অধিগ্রহণের’ প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকাবার বাসিন্দাদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের মোড় হতে আঠারবাড়ি কলেজ মোড় সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। সড়কের উভয় পাশে ৩০ ফুট করে ৬০ ফুট ভূমি অধিগ্রহণ করা হবে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে পৌর এলাকার কাকনহাটি ও নয়শিমুল গ্রামের উভয়পাশে ৪৫ ফুট করে ৯০ ফুট ভূমি অধিগ্রহণ করা হবে বলে জানা গেছে।

পৌর এলাকার ওই সড়কের দুপাশে প্রচুর ঘর-বাড়ি ও দোকানপাট রয়েছে জানিয়ে ভুক্তভোগীরা বলছেন, এগুলো অধিকাংশ মানুষেরই জীবন-জীবিকার শেষ সম্বল। এসব হারিয়ে গেলে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। ৯০ ফুটের জায়গায় ৬০ ফুট ভূমি অধিগ্রহণের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

বক্তারা বলেন, ৯০ ফুটের স্থলে ৬০ ফুট ভূমি অধিগ্রহণ করলে এলাকাবাসী অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা পাবে। বিষয়টি বিবেচনার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত