Ajker Patrika

দগ্ধদের চিকিৎসায় ওষুধ দিলেন সাংসদ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১২: ০৭
দগ্ধদের চিকিৎসায় ওষুধ দিলেন সাংসদ

বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় ওষুধ দিয়েছেন বরগুনা-৩১৫ সংরক্ষিত আসনের সাংসদ সুলতানা নাদিরা। গতকাল রোববার দুপুরে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) এর পরিচালক ডাক্তার এইচ এম সাইফুল ইসলামের হাতে ওষুধ তুলে দেন সুলতানা নাদিরা।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগীদের চিকিৎসা চলছে বরিশাল বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল শেবাচিমে। কিন্তু প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যবহৃত হচ্ছিল। দগ্ধ রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে ছিল না। এ ছাড়া অতিরিক্ত মূল্যসহ আহত রোগীদের সেবার ক্ষেত্রে চরম সংকট তৈরি হয়। গত শনিবার আহত রোগীদের দেখতে গিয়ে স্বজনদের কাছ থেকে এমন কথা শোনেন সাংসদ সুলতানা নাদিরা। তিনি ব্যক্তিগত উদ্যোগে ৪২ কার্টনে বিভিন্ন প্রকারের ২ হাজার ২০০ পিছ ওষুধ দেন।

সাংসদ নাদিরা সুলতানা বলেন, অভিযান-১০ এর বেশির ভাগ যাত্রী ছিল বরগুনার বিভিন্ন এলাকার। তারা আমার আসনের মানুষ। তাদের বিপদে আমি পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সরাসরি গিয়ে দেখা করেছি। আমি তাদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছি।

শেবাচিমের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৮২ জন রোগী ভর্তি আছেন। আশা করছি রোগীদের সেবায় এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত