মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
শত বছরের পুরোনা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের (বর্তমান সিনিয়র সহকারী জজ আদালত) ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ফাটল ধরেছে ভবনের বিভিন্ন অংশে। খসে পড়ছে পলেস্তারা। অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন অবস্থিত নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালত ও গৌরীপুর সহকারী জজ আদালতেরও নানা সমস্যা রয়েছে। যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ১৮৮০ সালে স্থাপিত হয় ঈশ্বরগঞ্জ চৌকি আদালত। আদালতের ভবনটি জরাজীর্ণ হয়ে গেছে। ফাটল ধরেছে দেয়ালে। খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই এজলাসের ভেতরে পানি ঢুকে মামলার নথিপত্র ভিজে যায়। এতে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। একই সমস্যায় জর্জরিত ১৮৮৩ সালে স্থাপিত নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালত এবং গৌরীপুর সহকারী জজ আদালতের ভবনটি। এখানে জরাজীর্ণ একটি ভবনেই চলছে দুটি উপজেলার কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গৌরীপুর ও নান্দাইল আদালতে এজলাসের ভেতরে আইনজীবী ও বিচারপ্রার্থীদের বসার জায়গা সংকীর্ণ। তাঁদের জন্য নেই কোনো শৌচাগার। পানির জন্য একটি নলকূপ থাকলেও বছরের আট মাস নষ্ট থাকে। এ অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে চলছে নান্দাইল ও গৌরীপুর আদালতের কার্যক্রম।
নান্দাইল ও গৌরীপুর আদালতে আসা এক বিচারপ্রার্থী বলেন, ‘জমি-সংক্রান্ত একটি মামলায় প্রায় দুই বছর ধরে এই আদালতে আসি। প্রকৃতির ডাকে সাড়া দিতে এখানে কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। জনসমাগমের এমন একটা জায়গায় একটিও শৌচাগার নেই, বিষয়টা দুঃখজনক।’
ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার যাবতীয় দেওয়ানি মোকদ্দমার কাজ চলমান রয়েছে। এ ছাড়া তিনটি উপজেলা মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি মামলা চলছে আদালতে।
আইনজীবী সমিতির অডিটর এ এস এম সারোয়ার জাহান বলেন, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল- ৩ উপজেলারই আদালত ভবন জরাজীর্ণ। বর্তমানে সেগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। কবে যে দুর্ঘটনা ঘটে, আল্লাহই জানেন।
ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শেখর রঞ্জন ভদ্র ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মুক্তি বলেন, নান্দাইল ও গৌরীপুর কোর্টের এজলাস কক্ষ এতটাই ছোট যে, মক্কেলরা বসা তো দূরের কথা! অ্যাডভোকেটদেরই দাঁড়িয়ে থাকতে হয়।
ঈশ্বরগঞ্জের ইউএনও মোসা. হাফিজা জেসমিন বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সব চৌকিতে নতুন আদালত ভবন (যাদের নিজস্ব জমি আছে), প্রযোজ্য ক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ বিচারকদের আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সাংসদ ফখরুল ইমাম বলেন, ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের ভবনটি জরাজীর্ণ এবং পুরোনো হয়ে গেছে। তাই নতুন ভবন নির্মাণের জন্য সংসদে একাধিকবার উত্থাপন করার পর, সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি এসেছে। আদালতের নিজস্ব ভূমি যাচাই-বাছাই করে অচিরেই নতুন ভবন নির্মাণের বরাদ্দ আসবে।
শত বছরের পুরোনা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের (বর্তমান সিনিয়র সহকারী জজ আদালত) ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ফাটল ধরেছে ভবনের বিভিন্ন অংশে। খসে পড়ছে পলেস্তারা। অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন অবস্থিত নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালত ও গৌরীপুর সহকারী জজ আদালতেরও নানা সমস্যা রয়েছে। যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ১৮৮০ সালে স্থাপিত হয় ঈশ্বরগঞ্জ চৌকি আদালত। আদালতের ভবনটি জরাজীর্ণ হয়ে গেছে। ফাটল ধরেছে দেয়ালে। খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই এজলাসের ভেতরে পানি ঢুকে মামলার নথিপত্র ভিজে যায়। এতে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। একই সমস্যায় জর্জরিত ১৮৮৩ সালে স্থাপিত নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালত এবং গৌরীপুর সহকারী জজ আদালতের ভবনটি। এখানে জরাজীর্ণ একটি ভবনেই চলছে দুটি উপজেলার কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, গৌরীপুর ও নান্দাইল আদালতে এজলাসের ভেতরে আইনজীবী ও বিচারপ্রার্থীদের বসার জায়গা সংকীর্ণ। তাঁদের জন্য নেই কোনো শৌচাগার। পানির জন্য একটি নলকূপ থাকলেও বছরের আট মাস নষ্ট থাকে। এ অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে চলছে নান্দাইল ও গৌরীপুর আদালতের কার্যক্রম।
নান্দাইল ও গৌরীপুর আদালতে আসা এক বিচারপ্রার্থী বলেন, ‘জমি-সংক্রান্ত একটি মামলায় প্রায় দুই বছর ধরে এই আদালতে আসি। প্রকৃতির ডাকে সাড়া দিতে এখানে কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। জনসমাগমের এমন একটা জায়গায় একটিও শৌচাগার নেই, বিষয়টা দুঃখজনক।’
ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার যাবতীয় দেওয়ানি মোকদ্দমার কাজ চলমান রয়েছে। এ ছাড়া তিনটি উপজেলা মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি মামলা চলছে আদালতে।
আইনজীবী সমিতির অডিটর এ এস এম সারোয়ার জাহান বলেন, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল- ৩ উপজেলারই আদালত ভবন জরাজীর্ণ। বর্তমানে সেগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। কবে যে দুর্ঘটনা ঘটে, আল্লাহই জানেন।
ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শেখর রঞ্জন ভদ্র ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মুক্তি বলেন, নান্দাইল ও গৌরীপুর কোর্টের এজলাস কক্ষ এতটাই ছোট যে, মক্কেলরা বসা তো দূরের কথা! অ্যাডভোকেটদেরই দাঁড়িয়ে থাকতে হয়।
ঈশ্বরগঞ্জের ইউএনও মোসা. হাফিজা জেসমিন বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সব চৌকিতে নতুন আদালত ভবন (যাদের নিজস্ব জমি আছে), প্রযোজ্য ক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ বিচারকদের আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সাংসদ ফখরুল ইমাম বলেন, ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের ভবনটি জরাজীর্ণ এবং পুরোনো হয়ে গেছে। তাই নতুন ভবন নির্মাণের জন্য সংসদে একাধিকবার উত্থাপন করার পর, সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি এসেছে। আদালতের নিজস্ব ভূমি যাচাই-বাছাই করে অচিরেই নতুন ভবন নির্মাণের বরাদ্দ আসবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪