Ajker Patrika

ট্রাক ভাঙল পদচারী-সেতু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ট্রাক ভাঙল পদচারী-সেতু

রড তৈরির কারখানার (রোলিং মিলের) ডাম্প ট্রাকের ধাক্কায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পদচারী-সেতুটি ছয় দিন আগে ভেঙে গেছে। দুর্ঘটনার পর সেতুর ভাঙা অংশ কারখানাটির শ্রমিকেরা নিয়ে যান।সড়ক পারাপারে গুরুত্বপূর্ণ পথচারী-সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কোমলমতি শিক্ষার্থীসহ বাসিন্দারা।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনায় পথচারী-সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে তাঁরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন। কখনো হেঁটে আবার কখনো দৌড়ে সড়ক পারাপার হতে হচ্ছে তাঁদের। দুর্ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও ভেঙে পড়া পদচারী-সেতুটি পুনরায় মেরামতের কাজ শুরু হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা। উপজেলার অন্য আটটি পদচারী-সেতুর মধ্যে এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়।

গতকাল রোববার ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন। তিনি বলেন, একটি রড কারখানার ড্রাম ট্রাকের ধাক্কায় গত মঙ্গলবার ভোরে পদচারী-সেতুটি ভেঙে যায়। সকালে রোলিং মিলের লোকজন ভেঙে যাওয়া পদচারী-সেতুটির ভাঙা অংশ খুলে নিয়ে যায়।

অপর বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পাশে নির্মিত পথচারী-সেতুটি কোমলমতি শিক্ষার্থীদের পারাপারে ব্যবহার হতো। শিক্ষার্থীরা প্রতিদিন পদচারী-সেতু ব্যবহার করে মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে যেত। কিন্তু দুর্ঘটনায় সেতুটি ভেঙে যাওয়ার পর অনেকটাই ঝুঁকি নিয়ে অভিভাবকেরা বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন। শিশুদের হাত ধরে অভিভাবকেরা যেভাবে দৌড়ে সড়ক পার হচ্ছেন, যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

সড়ক ও জনপদ বিভাগের সীতাকুণ্ডের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার পর জড়িত কারখানা কর্তৃপক্ষ মেরামতের জন্য ১০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত