সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার ১৬টি আসনে এবার সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি। আসনগুলোয় নির্বাচন করার জন্য ২৩০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয় থেকে গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন দলের ৩৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তবে আসনগুলোর মধ্যে তিনটিতে জোটবদ্ধ হয়ে নির্বাচনের শঙ্কায় দলীয় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। এই তিন আসন হচ্ছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)। এর মধ্যে ফটিকছড়ি আসনটি এবার কাকে দেওয়া হচ্ছে, তা এখনো পরিষ্কার নয়। বর্তমানে এটি আওয়ামী লীগের জোটসঙ্গী তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির হাতে। তবে নীতি আদর্শে আওয়ামী লীগের কাছাকাছি হিসেবে এবার আসনটি চাইবে নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।
এ বিষয়ে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানীর বরাত দিয়ে তাঁর ব্যক্তিগত সহকারী মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কারও আনুকূল্য পাওয়া যাক আর না যাক, আমরা নির্বাচন করব।’
এদিকে জোটের বাইরে আসনটি থেকে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এ টি এম পেয়ারুল ইসলামসহ ১৯ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। ফলে এই আসনে মনোনয়ন আওয়ামী লীগ থেকে দেওয়া হবে, নাকি শরিক বা সমমনাদের দেওয়া হচ্ছে তা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
নির্বাচনের বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘ফটিকছড়ি থেকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছি। এবার সিদ্ধান্ত নেবেন জননেত্রী শেখ হাসিনা। তবে বর্তমান এমপির কারণে এই আসনে আওয়ামী লীগ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এদিকে হাটহাজারী আসনে আরও জটিল সমীকরণ চলছে নির্বাচনী মাঠে। এখানে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বর্তমান সংসদ সদস্য। নির্বাচনের ঘোষণা দিয়ে বিএনপি থেকে বের হওয়া প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের ভিপি নাজিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইতিমধ্যে। তিনিও আওয়ামী লীগের আনুকূল্য পাওয়ার আশায় বিএনপি থেকে সরে নির্বাচনী মাঠে ঢুকেছেন। ভোটের মাঠে থাকছেন বলে জানান ভিপি নাজিম উদ্দিন। এ বিষয়ে নাজিম উদ্দিন বলেন, ‘নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’
গত বুধবার বিএনপির নেতৃত্বে জোট ত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দেওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর উত্তম এই আসনের প্রার্থী হতে তোড়জোড় শুরু করেছেন। গতবার তিনি ধানের শীষ নিয়েই নির্বাচনী মাঠে ছিলেন। এই আসনে আওয়ামী লীগের আশ্বাস পেয়ে তিনি বিএনপির জোটসঙ্গ ত্যাগ করে ভোটে আসার ঘোষণা দিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে দৌড়ঝাঁপ করছেন দলীয় নেতারাও।
অন্যদিকে চট্টগ্রামের বাঁশখালী আসনের প্রার্থীরা আছেন জোটের শঙ্কায়। এই আসনে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান সিআইপিসহ দলীয় ১৮ জন মনোনয়ন ফরম কিনেছেন।
চট্টগ্রাম জেলার ১৬টি আসনে এবার সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি। আসনগুলোয় নির্বাচন করার জন্য ২৩০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয় থেকে গতকাল শনিবার পর্যন্ত বিভিন্ন দলের ৩৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তবে আসনগুলোর মধ্যে তিনটিতে জোটবদ্ধ হয়ে নির্বাচনের শঙ্কায় দলীয় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। এই তিন আসন হচ্ছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)। এর মধ্যে ফটিকছড়ি আসনটি এবার কাকে দেওয়া হচ্ছে, তা এখনো পরিষ্কার নয়। বর্তমানে এটি আওয়ামী লীগের জোটসঙ্গী তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির হাতে। তবে নীতি আদর্শে আওয়ামী লীগের কাছাকাছি হিসেবে এবার আসনটি চাইবে নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।
এ বিষয়ে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানীর বরাত দিয়ে তাঁর ব্যক্তিগত সহকারী মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কারও আনুকূল্য পাওয়া যাক আর না যাক, আমরা নির্বাচন করব।’
এদিকে জোটের বাইরে আসনটি থেকে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এ টি এম পেয়ারুল ইসলামসহ ১৯ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে। ফলে এই আসনে মনোনয়ন আওয়ামী লীগ থেকে দেওয়া হবে, নাকি শরিক বা সমমনাদের দেওয়া হচ্ছে তা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
নির্বাচনের বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘ফটিকছড়ি থেকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছি। এবার সিদ্ধান্ত নেবেন জননেত্রী শেখ হাসিনা। তবে বর্তমান এমপির কারণে এই আসনে আওয়ামী লীগ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এদিকে হাটহাজারী আসনে আরও জটিল সমীকরণ চলছে নির্বাচনী মাঠে। এখানে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বর্তমান সংসদ সদস্য। নির্বাচনের ঘোষণা দিয়ে বিএনপি থেকে বের হওয়া প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের ভিপি নাজিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইতিমধ্যে। তিনিও আওয়ামী লীগের আনুকূল্য পাওয়ার আশায় বিএনপি থেকে সরে নির্বাচনী মাঠে ঢুকেছেন। ভোটের মাঠে থাকছেন বলে জানান ভিপি নাজিম উদ্দিন। এ বিষয়ে নাজিম উদ্দিন বলেন, ‘নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’
গত বুধবার বিএনপির নেতৃত্বে জোট ত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দেওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর উত্তম এই আসনের প্রার্থী হতে তোড়জোড় শুরু করেছেন। গতবার তিনি ধানের শীষ নিয়েই নির্বাচনী মাঠে ছিলেন। এই আসনে আওয়ামী লীগের আশ্বাস পেয়ে তিনি বিএনপির জোটসঙ্গ ত্যাগ করে ভোটে আসার ঘোষণা দিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে দৌড়ঝাঁপ করছেন দলীয় নেতারাও।
অন্যদিকে চট্টগ্রামের বাঁশখালী আসনের প্রার্থীরা আছেন জোটের শঙ্কায়। এই আসনে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান সিআইপিসহ দলীয় ১৮ জন মনোনয়ন ফরম কিনেছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে