Ajker Patrika

কেশবপুরে ৯ জনই নতুন

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭: ০০
কেশবপুরে ৯ জনই নতুন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেশবপুরের ১১ ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়া ১১ জনের মধ্যে ৯ জনই নতুন মুখ। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। বাদ পড়েছেন গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করা ৫ চেয়ারম্যানসহ পদধারী নেতারা। গত শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নতুন মনোনয়ন প্রাপ্তরা হলেন ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ অহিদুজ্জামান, ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা অলিয়ার রহমান, ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোজ কুমার তরফদার, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সামছুর রহমান, ৬ নম্বর কেশবপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জসীম উদ্দীন, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার বেগম ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন যুবলীগের সদস্য তৌহিদুজ্জামান।

এ ছাড়া ৫ নম্বর মঙ্গলকোট ইউপিতে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস ও ৯ নম্বর গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান পুনরায় নৌকা প্রতীক পেয়েছেন। এর মধ্যে আব্দুল কাদের বিশ্বাস গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোয়ার হোসেনের কাছে পরাজিত হন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ ৫ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত