জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
ফল প্রকাশের সময় ভ্যানে যাত্রী টানছিল এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কাওসার হোসেন আদর। ভ্যানচালক বাবা অসুস্থ থাকায় সংসারের দায়িত্ব তাকেই নিতে হয়েছে। যাত্রীকে গন্তব্যে নামিয়ে বিদ্যালয়ে গিয়ে জানতে পারে, সে জিপিএ-৫ পেয়েছে। আনন্দাশ্রু ঝরে দুচোখ দিয়ে। আশঙ্কার কালো মেঘও যেন ঘিরে ধরে তাকে—কীভাবে পৌঁছাবে সে চিকিৎসক হওয়ার লক্ষ্যে।
নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র কাওসার। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে জলঢাকা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়ার ভ্যানচালক অলিয়ার রহমানের ছেলে।
কাওসার জানায়, ফল প্রকাশের সময় সে একজন যাত্রী নিয়ে দূরে ছিল। যাত্রীকে নামিয়ে স্কুলে গিয়ে হেড স্যারের কাছে জানতে পারে সে জিপিএ-৫ পেয়েছে। আনন্দে চোখে পানি এসে গিয়েছিল। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সে জন্য সবার সহযোগিতা চায় সে।
কাওসারের সহপাঠী আবু সাঈদ, লাজু ও পিংকি জানায়, তারা ষষ্ঠ শ্রেণি থেকে বিভিন্ন বিষয়ে প্রাইভেট পড়লেও কাওসার কোনো প্রাইভেট পড়েনি। সে ক্লাসে খুব মনোযোগী ছিল।
কাওসারের বাবা অলিয়ার রহমান বলেন, ‘মুই (আমি) ভ্যানের প্যাডেল ঘুরায়ে সংসার চালাই। কয়দিন ধরি অসুস্থ। ফলে মোর বদলে বেটা (ছেলে) ভ্যান টানতেছে। হামরা (আমরা) গরিব মানুষ, দিন আনি দিন খাই। হেড স্যার কইছে, তোর বেটা ভালো ফল করিছে। হামার কি আর ওপর ক্লাসে পড়াবার সামর্থ্য আছে? যদি কেউ তার জন্য সাহায্য-সহযোগিতা করে তাহলে পড়বার পারবে। না হলে এখানেই তার পড়া শেষ।’
জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, মেধা যেমন সবার সমান নয়, তেমনি আর্থিকভাবেও সবাই সচ্ছল নয়। কাওসার খুব মেধাবী। তাকে সহযোগিতা করলে সে একদিন সবার মুখ উজ্জ্বল করবে।
ফল প্রকাশের সময় ভ্যানে যাত্রী টানছিল এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কাওসার হোসেন আদর। ভ্যানচালক বাবা অসুস্থ থাকায় সংসারের দায়িত্ব তাকেই নিতে হয়েছে। যাত্রীকে গন্তব্যে নামিয়ে বিদ্যালয়ে গিয়ে জানতে পারে, সে জিপিএ-৫ পেয়েছে। আনন্দাশ্রু ঝরে দুচোখ দিয়ে। আশঙ্কার কালো মেঘও যেন ঘিরে ধরে তাকে—কীভাবে পৌঁছাবে সে চিকিৎসক হওয়ার লক্ষ্যে।
নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র কাওসার। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে জলঢাকা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়ার ভ্যানচালক অলিয়ার রহমানের ছেলে।
কাওসার জানায়, ফল প্রকাশের সময় সে একজন যাত্রী নিয়ে দূরে ছিল। যাত্রীকে নামিয়ে স্কুলে গিয়ে হেড স্যারের কাছে জানতে পারে সে জিপিএ-৫ পেয়েছে। আনন্দে চোখে পানি এসে গিয়েছিল। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সে জন্য সবার সহযোগিতা চায় সে।
কাওসারের সহপাঠী আবু সাঈদ, লাজু ও পিংকি জানায়, তারা ষষ্ঠ শ্রেণি থেকে বিভিন্ন বিষয়ে প্রাইভেট পড়লেও কাওসার কোনো প্রাইভেট পড়েনি। সে ক্লাসে খুব মনোযোগী ছিল।
কাওসারের বাবা অলিয়ার রহমান বলেন, ‘মুই (আমি) ভ্যানের প্যাডেল ঘুরায়ে সংসার চালাই। কয়দিন ধরি অসুস্থ। ফলে মোর বদলে বেটা (ছেলে) ভ্যান টানতেছে। হামরা (আমরা) গরিব মানুষ, দিন আনি দিন খাই। হেড স্যার কইছে, তোর বেটা ভালো ফল করিছে। হামার কি আর ওপর ক্লাসে পড়াবার সামর্থ্য আছে? যদি কেউ তার জন্য সাহায্য-সহযোগিতা করে তাহলে পড়বার পারবে। না হলে এখানেই তার পড়া শেষ।’
জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, মেধা যেমন সবার সমান নয়, তেমনি আর্থিকভাবেও সবাই সচ্ছল নয়। কাওসার খুব মেধাবী। তাকে সহযোগিতা করলে সে একদিন সবার মুখ উজ্জ্বল করবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে