Ajker Patrika

সন্ধ্যায় বদলে গেল দুপুরের নম্বরফর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৯
সন্ধ্যায় বদলে গেল দুপুরের নম্বরফর্দ

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সোহানা আহমেদ। স্বাভাবিকভাবেই দারুণ ফলে খুশি সোহানা ও তাঁর পরিবার।

তবে বিপত্তি বাধে অন্যখানে। ফল প্রকাশের পর গত রোববার দুপুরে উচ্চতর গণিতের দুই বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ১৯৮। কিন্তু সন্ধ্যা হতেই বদলে যায় সেটি। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নম্বরফর্দে এখন দেখাচ্ছে, এ বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর ১৯০।

সোহানার ক্ষেত্রে নম্বর কমলেও কারও কারও ক্ষেত্রে অস্বাভাবিক বেড়েছে। চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে উত্তীর্ণ এক শিক্ষার্থীর নম্বরফর্দে দেখা গেছে, পদার্থবিজ্ঞানের দুই বিষয় মিলিয়ে মোট নম্বর ২০০ হলেও তাঁর প্রাপ্ত নম্বর লেখা রয়েছে ২১৮। প্রকাশিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ফলাফলে এমন উদ্ভট ঘটনা ঘটেছে।

গত রোববার পরীক্ষার ফলে এমন হ-য-ব-র-ল অবস্থা দেখে শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বিগ্ন হন। আবার কেউ কেউ ভাবেন বোর্ডের ওয়েবসাইট হ্যাকারের হাতে চলে গেল কি না? অবশ্য পরে জানা গেছে, পরীক্ষকের ভুলে নম্বরফর্দে নম্বর বেশি এবং সার্ভারের ভুলে নম্বর কমে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে সেই ভুল শুধরে নেয় শিক্ষাবোর্ড।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এমন দায়সারা কাণ্ডে তাঁরা ক্ষুব্ধ।

দুজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘এবার সব বিষয়ে পরীক্ষা হয়নি। সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে পরীক্ষা। এরপরও পরীক্ষার ফলের মতো স্পর্শকাতর বিষয়ে যেসব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়সারা কাজ করেছেন, তাঁদের শাস্তির আওতায় আনা উচিত।’

তিনজন শিক্ষার্থীর ক্ষেত্রে এক বিষয়ে ২০০ নম্বরের স্থলে বেশি নম্বরফর্দে দেখা গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এর মধ্যে একটি অসংগতি হয়েছে প্রধান পরীক্ষকের ভুলে। বাকি দুই শিক্ষার্থীর নম্বরফর্দে অসংগতির জন্য দায়ী বুয়েটের প্রোগ্রামের প্রযুক্তিগত সমস্যা।’

অন্যদিকে দুপুরে ফল প্রকাশের পর নম্বরফর্দে যে নম্বর ছিল, সেটি সন্ধ্যায় বদলে যাওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক। এই ভুলও হয়েছে কম্পিউটারে প্রোগ্রামের ভুলে। নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘ফল প্রকাশের পর ওয়েবসাইটে অনুপস্থিত শিক্ষার্থীদের নম্বরও দেখা যাচ্ছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর অনুপস্থিত শিক্ষার্থীদের নম্বর দেখানো বন্ধ করার প্রক্রিয়া শুরু করা হয়। সেটি করতে গিয়ে প্রযুক্তিগত সমস্যায় কিছু অসংগতি দেখা যায়। তবে দ্রুতই সেটি ঠিক করা হয়েছে। দুপুরে শিক্ষার্থীরা যে নম্বরফর্দটি পেয়েছিল সেটিই সঠিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত