ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সোনালী ব্যাংক থেকে এক গ্রাহকের ২০ লাখ টাকা চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া চুরি যাওয়া টাকার মধ্যে ১৩ লাখ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার হরিণঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মো. ফারুক শেখ (৬০) এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা গ্রামের মোহাম্মদ আলী (৪৫)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা বলেন, ফরিদপুর সদরের বিলমামুদপুর এলাকার নূর মোহাম্মাদ ডাঙ্গী মহল্লার বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৪২)। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম বাবার পেনশনের সঞ্চিত ২০ লাখ টাকা উত্তোলনের পর সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখায় জমা রাখার জন্য যান। সেখান থেকে দুর্বৃত্তরা নজরুলের টাকাভর্তি ব্যাগ নিয়ে যায়। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি নজরুল ইসলাম বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান তদন্তকালে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩ ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন। ১৫ মার্চ ভোর ৫টার দিকে খুলনার হোগলাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মো. ফারুক শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফারুকের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী একইদিন বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মোহাম্মদ আলীর কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদসিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তৃতীয় ব্যক্তি অভিযানের বিষয়টি ঠিক পেয়ে বাসা থেকে পালিয়ে যান। তবে তৃতীয় ব্যক্তির বাসা থেকে আরও ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা টাকা চুরির বিষয়টি স্বীকার করেছে। তাঁরা এ পেশার সঙ্গে প্রায় ১৭ বছর ধরে জড়িত। আসামিদের বিরুদ্ধে একই ধরনের অপরাধে গাইবান্ধা জেলাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় ৪ জন জড়িত ছিলেন। সবাইকেই শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
ফরিদপুরে সোনালী ব্যাংক থেকে এক গ্রাহকের ২০ লাখ টাকা চুরির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া চুরি যাওয়া টাকার মধ্যে ১৩ লাখ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার হরিণঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মো. ফারুক শেখ (৬০) এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা গ্রামের মোহাম্মদ আলী (৪৫)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা বলেন, ফরিদপুর সদরের বিলমামুদপুর এলাকার নূর মোহাম্মাদ ডাঙ্গী মহল্লার বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম (৪২)। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম বাবার পেনশনের সঞ্চিত ২০ লাখ টাকা উত্তোলনের পর সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখায় জমা রাখার জন্য যান। সেখান থেকে দুর্বৃত্তরা নজরুলের টাকাভর্তি ব্যাগ নিয়ে যায়। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি নজরুল ইসলাম বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান তদন্তকালে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩ ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন। ১৫ মার্চ ভোর ৫টার দিকে খুলনার হোগলাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মো. ফারুক শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফারুকের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী একইদিন বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ এলাকায় শ্বশুর বাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মোহাম্মদ আলীর কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদসিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তৃতীয় ব্যক্তি অভিযানের বিষয়টি ঠিক পেয়ে বাসা থেকে পালিয়ে যান। তবে তৃতীয় ব্যক্তির বাসা থেকে আরও ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা টাকা চুরির বিষয়টি স্বীকার করেছে। তাঁরা এ পেশার সঙ্গে প্রায় ১৭ বছর ধরে জড়িত। আসামিদের বিরুদ্ধে একই ধরনের অপরাধে গাইবান্ধা জেলাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় ৪ জন জড়িত ছিলেন। সবাইকেই শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪