বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিরামহীন সময় কাটছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। গত সপ্তাহে লন্ডন থেকে বাসায় ফিরেই ব্যাগ নিয়ে ছুটেছেন শুটিংয়ে। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন ‘তাকদীর’খ্যাত সৈয়দ আহমেদ শাওকী। কারাগারের গল্প নিয়ে শাওকী জানান, একটা কারাগার। যেখানে রয়েছে ৫০১ নম্বর রহস্যময় এক সেল। সেলটি ৫০ বছর ধরে বন্ধ। কিন্তু এই সেলে ঘুম ভাঙে একজন রিপ ভেন উইঙ্কেলের। যে দাবি করে, সে অমর। ২০০ বছর ধরে সে জেলে আছে। মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
গত মঙ্গলবার প্রায় দুই মাস পর টিভি নাটকের শুটিংয়ে ফিরলেন তাসনিয়া ফারিণ। নাম ‘মিস্টার কুল’। এতে তাঁর বিপরীতে দেখা যাবে অপূর্বকে। পরিচালনায় মেহেদি হাসান জনি। ফারিণ বলেন, ‘সর্বশেষ গত ২৫ এপ্রিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনে মনে’ নাটকের শুটিং করেছি। এরপর দুই মাস নাটকে শুটিং করা হয়নি।’
ফারিণ প্রায় মাসখানেক লন্ডনে ছিলেন। প্রথম সিনেমার কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রায় ২০ দিন লন্ডনেই শুটিং করেছি। শুটিং শেষে কয়েক দিন একাই ঘুরে বেড়িয়েছি লন্ডন শহরে। দুটি থিয়েটারও দেখেছি।’
কয়েক বছর ধরেই নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তাসনিয়া ফারিণ।
সিরিজটি প্রচারিত হওয়ায় দেশের বাইরেও পরিচিতি তৈরি হয় ফারিণের। এরপরই প্রস্তাব আসে চলচ্চিত্রে অভিনয়ের। সেটাও পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অতনু ঘোষের কাছ থেকে। টানা তিন সপ্তাহ যুক্তরাজ্যে চলেছে ‘আরও এক পৃথিবী’ নামের সিনেমাটির শুটিং। ফারিণ বলেন, ‘সেন্ট্রাল লন্ডনসহ প্রায় ৩৭টি লোকেশনে কাজ করেছি। শুটিং করতে করতে পুরো লন্ডনই প্রায় দেখা হয়ে গেছে।’
আরও এক পৃথিবী সিনেমায় ফারিণের চরিত্রের নাম ‘প্রতীক্ষা’। সিনেমায় দেখা যাবে, ফারিণের মতোই প্রথমবার লন্ডনে যায় প্রতীক্ষা।
বিরামহীন সময় কাটছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। গত সপ্তাহে লন্ডন থেকে বাসায় ফিরেই ব্যাগ নিয়ে ছুটেছেন শুটিংয়ে। হইচইয়ের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন ‘তাকদীর’খ্যাত সৈয়দ আহমেদ শাওকী। কারাগারের গল্প নিয়ে শাওকী জানান, একটা কারাগার। যেখানে রয়েছে ৫০১ নম্বর রহস্যময় এক সেল। সেলটি ৫০ বছর ধরে বন্ধ। কিন্তু এই সেলে ঘুম ভাঙে একজন রিপ ভেন উইঙ্কেলের। যে দাবি করে, সে অমর। ২০০ বছর ধরে সে জেলে আছে। মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
গত মঙ্গলবার প্রায় দুই মাস পর টিভি নাটকের শুটিংয়ে ফিরলেন তাসনিয়া ফারিণ। নাম ‘মিস্টার কুল’। এতে তাঁর বিপরীতে দেখা যাবে অপূর্বকে। পরিচালনায় মেহেদি হাসান জনি। ফারিণ বলেন, ‘সর্বশেষ গত ২৫ এপ্রিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনে মনে’ নাটকের শুটিং করেছি। এরপর দুই মাস নাটকে শুটিং করা হয়নি।’
ফারিণ প্রায় মাসখানেক লন্ডনে ছিলেন। প্রথম সিনেমার কাজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রায় ২০ দিন লন্ডনেই শুটিং করেছি। শুটিং শেষে কয়েক দিন একাই ঘুরে বেড়িয়েছি লন্ডন শহরে। দুটি থিয়েটারও দেখেছি।’
কয়েক বছর ধরেই নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তাসনিয়া ফারিণ।
সিরিজটি প্রচারিত হওয়ায় দেশের বাইরেও পরিচিতি তৈরি হয় ফারিণের। এরপরই প্রস্তাব আসে চলচ্চিত্রে অভিনয়ের। সেটাও পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা অতনু ঘোষের কাছ থেকে। টানা তিন সপ্তাহ যুক্তরাজ্যে চলেছে ‘আরও এক পৃথিবী’ নামের সিনেমাটির শুটিং। ফারিণ বলেন, ‘সেন্ট্রাল লন্ডনসহ প্রায় ৩৭টি লোকেশনে কাজ করেছি। শুটিং করতে করতে পুরো লন্ডনই প্রায় দেখা হয়ে গেছে।’
আরও এক পৃথিবী সিনেমায় ফারিণের চরিত্রের নাম ‘প্রতীক্ষা’। সিনেমায় দেখা যাবে, ফারিণের মতোই প্রথমবার লন্ডনে যায় প্রতীক্ষা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে