Ajker Patrika

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না দুই সেতু

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১১: ৫৬
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না দুই সেতু

আগৈলঝাড়ায় ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক নেই। তাই এগুলো কোনো কাজে আসছে না এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের পলক ডাক্তারের বাড়ির পূর্বপাশের খালের ওপরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ২৪ লাখ ৬৮ হাজার ৯১৫ টাকায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মাণ করে মেসার্স ইয়াসিন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখানে গিয়ে দেখা গেছে, উত্তর-দক্ষিণে নির্মাণাধীন ওই সেতুর সামনে লোকজন চলাচলের জন্য সংযোগ সড়ক নেই। সেতুর উত্তর পাশে রয়েছে একটি নালা, তারপরে রয়েছে ফসলি মাঠের জমি।

অন্য সেতুটি ২০১৫ সালে আগৈলঝাড়া রাজিহার সড়কের রহিম মোল্লার বাড়ি সংলগ্ন খালের ওপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ওই সেতুর পশ্চিম পাশে ধানের জমি। নেই কোনো সংযোগ সড়ক। সেতুর নিচে রয়েছে ছোট একটি নালা।

দুটি সেতুই নির্মাণ করা হয়েছেত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে

স্থানীয় করিম সরদার জানান, লাখ লাখ টাকা খরচ করে সেতু নির্মাণ করলেও এলাকাবাসীর কোনো কাজে আসছে না। দুটি সেতুরই সংযোগ সড়ক নেই।

গুরুত্বপূর্ণ স্থান বাদ দিয়ে সেতু দুটি নির্মাণ করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশররফ হোসেন জানান, প্রকল্প বাস্তবায়নের স্থান নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন অফিস করে না। স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্প ও বাস্তবায়নের স্থান নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদন করলে ওই স্থানে কাজ শুরু করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। এই দুটি সেতুর ব্যাপারে আমি কিছুই জানি না। তবে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত