Ajker Patrika

কাভার্ড ভ্যান কেড়ে নিল ২ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৭
কাভার্ড ভ্যান কেড়ে নিল ২ জনের প্রাণ

চট্টগ্রামের পাহাড়তলীতে কাভার্ড ভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন। এঁদের একজন পেশায় রিকশাচালক ও অপরজন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে সাগরিকা মোড়ে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান।

নিহতদের মধ্যে রিকশাচালক আনোয়ার হোসেন (৪০) জয়পুরহাট সদরের আজাহার আলীর ছেলে। অপরজন হলেন স্থানীয় ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষ (২৫)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফ্ফরবাদের দুলাল ঘোষের ছেলে বলে জানায় পুলিশ।

পাহাড়তলী থানার উপপরিদর্শক এনামুল হক বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাগরিকা মোড়ে বৃহস্পতিবার রাতে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এক রিকশাচালক ও এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।’

তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত