Ajker Patrika

নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস অবরোধ প্রত্যাহার

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৪: ০০
নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস অবরোধ প্রত্যাহার

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গত রোববার রাত ৯টার দিকে ত্রিশাল বাজারের পাশে বিদ্যুৎ কার্যালয়ের সামনে এই অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, রাত ৩টায়ও অনেক সময় বিদ্যুৎ থাকে না। তীব্র গরমে রাতে ঘুমাতে পারেন না। বিদ্যুতের লো ভোল্টেজের কারণে মোটরে ঠিকমতো পানি ওঠানো যায় না।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরে যেতে বললেও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যেতে থাকে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার ফেরদৌস বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি পূরণ না হলে আমরা আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। অনেক আশ্বাস দিয়েছে প্রশাসন।’

পরে শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তপন কুমার সরকার ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন।

ওসি মাইন উদ্দিন জানান, প্রক্টরিয়াল বডি ও পুলিশের আশ্বাসে রাত ১০টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করা হবে।’

উপজেলা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী হাসনাইন জিয়াদ বলেন, ‘আমাদের কিছু সংকট রয়েছে। এ কারণে লোডশেডিং হয়। তবে দ্রুত সমস্যার সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত