Ajker Patrika

করোনা কেড়ে নিল আরেকটি বড়দিন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৯: ০৮
করোনা কেড়ে নিল আরেকটি বড়দিন

গত বছর করোনার আলফা ধরনের কারণে বড়দিনের উৎসব পালন করতে পারেননি যুক্তরাজ্যের নাগরিকেরা। বিশ্বের অন্যান্য দেশে তখনো করোনার দাপট কমেনি। স্বাভাবিক অবস্থায় ফেরার প্রশ্নই আসে না। এবার ওমিক্রন ধরনের কারণে ফের দেওয়া হয়েছে বিধিনিষেধ। তবে কয়েকটি দেশে নতুন করে বেড়েছে সংক্রমণ। বিশ্বব্যাপী শনাক্ত ও মৃত্যু কমলেও চীন এবং ফ্রান্সে শনাক্ত বেড়েছে।

ওমিক্রনের কারণে যুক্তরাজ্যে প্রথমবারের মতো এক দিনে শনাক্ত লাখ ছাড়ায়। এবার ফ্রান্সেও নতুন রেকর্ড হলো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গত শনিবার দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৬১১ জন। আইসিইউতে ভর্তি হতে হয়েছে ৩ হাজার ২৮২ রোগীকে।

চীনে বড়দিনে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১৪০। গতকাল স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। নতুন করে বিধিনিষেধ দিয়েছে ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। নতুন বছরের ছুটি উপলক্ষে ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত