রংপুর প্রতিনিধি
ডিজেলের মূল্য কমানো এবং যানবাহনের অতিরিক্ত ভাড়া বাতিলের দাবি জানানো হয়েছে। সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪তম এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
বেলা ১১টায় নগরীর শাপলা চত্বরে এ সমাবেশ হয়। বাসদের জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদের সদস্যসচিব মমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলার সমন্বয়ক ও জেলা সদস্য আতিয়ার রহমান, সাদেক হোসেন, মিজানুর রহমান, ছাত্রনেতা যুগেশ ত্রিপুরা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মহামতি লেনিন আজ থেকে শত বর্ষ পূর্বে কার্ল মার্কসের তত্ত্বকে সঠিক প্রমাণ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে ঐতিহাসিক বাস্তবতার এক নজির স্থাপন করেন। সারা দুনিয়ার মানুষের কাছে শোষণ বৈষম্যহীন একটি সামাজিক মালিকানাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। নারী স্বাধীনতা, উৎপাদনের প্রত্যেকটি স্তরে নারীর অংশগ্রহণ, বিজ্ঞান চর্চার অবারিত সুযোগ সৃষ্টি, মহাকাশ অভিযান, সব ক্ষেত্রেই সফলতার দুয়ার উন্মুক্ত করে দেন। সেই স্বপ্নকে ধারণ করে দুনিয়ার দেশে দেশে শ্রমজীবী মেহনতি মানুষ সমাজতান্ত্রিক দল গঠনের চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯৮০ সালের ৭ নভেম্বর কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদ গঠিত হয়।
বক্তারা আরও বলেন, বাসদ ধারাবাহিকভাবে জনজীবনের নানা সংকটে সাধ্যানুযায়ী লড়াই সংগ্রাম করে জনগণের পাশে দাঁড়িয়েছে। তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর, প্রকৃতি-পরিবেশ রক্ষার আন্দোলন যেমন করেছে, পাশাপাশি কৃষকের ফসলের ন্যায্যমূল্য, অসহায় দুস্থ শ্রমজীবীদের সারা বছর কাজ, গ্রাম শহরে রেশনিং ও ওএমএস চালুর আন্দোলন অব্যাহত আছে।
এ সময় বক্তারা সম্প্রতি বর্ধিত ডিজেলের মূল্য প্রত্যাহার, যানবাহনের অতিরিক্ত ভাড়া বাতিল করার আহ্বান জানান। পাশাপাশি বাসদসহ বাম প্রগতিশীল সংগঠনের হাতকে শক্তিশালী করার কথা বলেন।
ডিজেলের মূল্য কমানো এবং যানবাহনের অতিরিক্ত ভাড়া বাতিলের দাবি জানানো হয়েছে। সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪তম এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
বেলা ১১টায় নগরীর শাপলা চত্বরে এ সমাবেশ হয়। বাসদের জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদের সদস্যসচিব মমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলার সমন্বয়ক ও জেলা সদস্য আতিয়ার রহমান, সাদেক হোসেন, মিজানুর রহমান, ছাত্রনেতা যুগেশ ত্রিপুরা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মহামতি লেনিন আজ থেকে শত বর্ষ পূর্বে কার্ল মার্কসের তত্ত্বকে সঠিক প্রমাণ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে ঐতিহাসিক বাস্তবতার এক নজির স্থাপন করেন। সারা দুনিয়ার মানুষের কাছে শোষণ বৈষম্যহীন একটি সামাজিক মালিকানাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। নারী স্বাধীনতা, উৎপাদনের প্রত্যেকটি স্তরে নারীর অংশগ্রহণ, বিজ্ঞান চর্চার অবারিত সুযোগ সৃষ্টি, মহাকাশ অভিযান, সব ক্ষেত্রেই সফলতার দুয়ার উন্মুক্ত করে দেন। সেই স্বপ্নকে ধারণ করে দুনিয়ার দেশে দেশে শ্রমজীবী মেহনতি মানুষ সমাজতান্ত্রিক দল গঠনের চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৯৮০ সালের ৭ নভেম্বর কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে বাসদ গঠিত হয়।
বক্তারা আরও বলেন, বাসদ ধারাবাহিকভাবে জনজীবনের নানা সংকটে সাধ্যানুযায়ী লড়াই সংগ্রাম করে জনগণের পাশে দাঁড়িয়েছে। তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর, প্রকৃতি-পরিবেশ রক্ষার আন্দোলন যেমন করেছে, পাশাপাশি কৃষকের ফসলের ন্যায্যমূল্য, অসহায় দুস্থ শ্রমজীবীদের সারা বছর কাজ, গ্রাম শহরে রেশনিং ও ওএমএস চালুর আন্দোলন অব্যাহত আছে।
এ সময় বক্তারা সম্প্রতি বর্ধিত ডিজেলের মূল্য প্রত্যাহার, যানবাহনের অতিরিক্ত ভাড়া বাতিল করার আহ্বান জানান। পাশাপাশি বাসদসহ বাম প্রগতিশীল সংগঠনের হাতকে শক্তিশালী করার কথা বলেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে