নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জমকালো অনুষ্ঠানে যাবেন অথচ ভারী সাজসজ্জার অংশ হিসেবে কানে দামি দুল থাকবে না, তা হয় না। সেই কানের দুলের মূল্য় কত হতে পারে বলে আপনার ধারণা? বিশ্বে এমনও কানের দুল রয়েছে, যার দাম মিলিয়ন ডলার।
এমপ্রেস ইউজেনি কানের দুল
নেপোলিয়ন বোনাপার্ট এই বহু দামি কানের দুলের জোড়াটি বিয়ের উপহার হিসেবে সম্রাজ্ঞী ইউজেনিকে দিয়েছিলেন। ২০১৪ সালে নিউইয়র্কের এক নিলামে ১০০ ক্যারেটের হীরার এই কানের দুল জোড়ার দাম উঠেছিল ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণ।
কলাম্বিয়ান এমারেল্ড
কলাম্বিয়ান এমারেল্ড দুল জোড়ার প্রতিটিতে রয়েছে ১১ দশমিক ৭৫ ক্যারেট হীরা ও পান্না। এই দুল জোড়াও নিলামে বিক্রি হয়েছিল। দাম উঠেছিল ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪১ কোটি ৪৭ লাখ টাকা।
হ্যারি উইন্সটনের কানের দুল
বিলাসবহুল গয়না তৈরির জন্য সুনাম রয়েছে আমেরিকান হ্যারি উইন্সটনের। উইন্সটনের ৬০ ক্যারেটের মুক্তার কানের এক জোড়া দুলের দাম ছিল ৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। আমাদের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১ কোটি ৭১ লাখ টাকা।
গোলকুন্ডা হীরার দুল
বিশ্বের দামি কানের দুলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলকোন্ডা হীরার দুল। এর দাম ৯ দশমিক ৩ মিলিয়ন ডলার বা ৮০ কোটি ৩৫ লাখ টাকা। এই জোড়ার এক-একটি দুলে রয়েছে ভারতের ২৩ দশমিক ১১ ক্যারেট গোলকোন্ডা হীরা।
নীল ও গোলাপি হীরার দুল
হীরার নীল ও গোলাপি কানের দুল জোড়া নিলামে বিক্রি হয়েছিল ৫৭ দশমিক ৪ মিলিয়ন ডলারে। অর্থাৎ প্রায় ৪৯৫ কোটি ১৩ লাখ টাকা। শুধু তা-ই নয়, নিলামে বিক্রি হওয়া কানের দুলের মধ্য়ে এটিই সবচেয়ে দামি পুরো বিশ্বে। নিউইয়র্কের ফাইন আর্ট কোম্পানি সদবি’স এ নাশপাতির আকারে কাটা নীল ও গোলাপি এই কানের দুলের নাম দেওয়া হয় গ্রিক দেব-দেবীর নামানুসারে, অ্যাপোলো ও আর্টেমিস।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড
জমকালো অনুষ্ঠানে যাবেন অথচ ভারী সাজসজ্জার অংশ হিসেবে কানে দামি দুল থাকবে না, তা হয় না। সেই কানের দুলের মূল্য় কত হতে পারে বলে আপনার ধারণা? বিশ্বে এমনও কানের দুল রয়েছে, যার দাম মিলিয়ন ডলার।
এমপ্রেস ইউজেনি কানের দুল
নেপোলিয়ন বোনাপার্ট এই বহু দামি কানের দুলের জোড়াটি বিয়ের উপহার হিসেবে সম্রাজ্ঞী ইউজেনিকে দিয়েছিলেন। ২০১৪ সালে নিউইয়র্কের এক নিলামে ১০০ ক্যারেটের হীরার এই কানের দুল জোড়ার দাম উঠেছিল ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণ।
কলাম্বিয়ান এমারেল্ড
কলাম্বিয়ান এমারেল্ড দুল জোড়ার প্রতিটিতে রয়েছে ১১ দশমিক ৭৫ ক্যারেট হীরা ও পান্না। এই দুল জোড়াও নিলামে বিক্রি হয়েছিল। দাম উঠেছিল ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪১ কোটি ৪৭ লাখ টাকা।
হ্যারি উইন্সটনের কানের দুল
বিলাসবহুল গয়না তৈরির জন্য সুনাম রয়েছে আমেরিকান হ্যারি উইন্সটনের। উইন্সটনের ৬০ ক্যারেটের মুক্তার কানের এক জোড়া দুলের দাম ছিল ৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। আমাদের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১ কোটি ৭১ লাখ টাকা।
গোলকুন্ডা হীরার দুল
বিশ্বের দামি কানের দুলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলকোন্ডা হীরার দুল। এর দাম ৯ দশমিক ৩ মিলিয়ন ডলার বা ৮০ কোটি ৩৫ লাখ টাকা। এই জোড়ার এক-একটি দুলে রয়েছে ভারতের ২৩ দশমিক ১১ ক্যারেট গোলকোন্ডা হীরা।
নীল ও গোলাপি হীরার দুল
হীরার নীল ও গোলাপি কানের দুল জোড়া নিলামে বিক্রি হয়েছিল ৫৭ দশমিক ৪ মিলিয়ন ডলারে। অর্থাৎ প্রায় ৪৯৫ কোটি ১৩ লাখ টাকা। শুধু তা-ই নয়, নিলামে বিক্রি হওয়া কানের দুলের মধ্য়ে এটিই সবচেয়ে দামি পুরো বিশ্বে। নিউইয়র্কের ফাইন আর্ট কোম্পানি সদবি’স এ নাশপাতির আকারে কাটা নীল ও গোলাপি এই কানের দুলের নাম দেওয়া হয় গ্রিক দেব-দেবীর নামানুসারে, অ্যাপোলো ও আর্টেমিস।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে