Ajker Patrika

গ্র্যাচুইটির দাবিতে বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক
গ্র্যাচুইটির দাবিতে বিক্ষোভ

অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পাওনা টাকা দিতে পারছে না চিনিকল কর্তৃপক্ষ। ফলে রাজশাহী অঞ্চলের রাষ্ট্রায়ত্ত তিন চিনিকলের অবসরপ্রাপ্ত ৮১৮ কর্মী মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের গ্র্যাচুইটির (আনুতোষিক) প্রায় ৮৩ কোটি ১৩ লাখ টাকা পাওনা রয়েছে। এই টাকার দাবিতে তাঁরা গতকাল শনিবার রাজশাহীও নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী চিনিকল থেকে ২৩৩ জনের ২১ কোটি ১৩ লাখ টাকা গ্র্যাচুইটি বকেয়া রয়েছে। অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা একেকজন ৫ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত পাবেন। চিনিকল কর্তৃপক্ষ মাঝেমধ্যে ১০-১৫ হাজার টাকা করে দিচ্ছে। কিন্তু তাঁদের আয়ের অন্য কোনো পথ না থাকায় এই টাকায় সংসার চলছে না। তাঁরা একসঙ্গে পুরো পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।

এ দাবিতে ‘অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি’র ব্যানারে গত শুক্রবার বিক্ষোভ-সমাবেশ হয়েছে। গতকাল সকালে পবা উপজেলার হরিয়ানে চিনিকলের সামনে তাঁরা এই বিক্ষোভ করেন। আজ রোববার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমানের এই চিনিকল পরিদর্শনে আসার কথা রয়েছে। তিনি এলে অবসরপ্রাপ্ত শ্রমিকেরা পাওনা পরিশোধের দাবি জানাবেন। এ জন্য সংঘবদ্ধ হতে আগের দিন চিনিকলের সামনে এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।

চিনিকলের টারবাইন অপারেটর ছিলেন আবদুস শুকুর। তিনি জানান, গ্র্যাচুইটির টাকা না পাওয়ায় তিনি অবসর নেওয়ার পর মানবেতর জীবন কাটাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এ মুহূর্তে গ্র্যাচুইটির টাকা পেলে তাঁর উপকার হবে। কিন্তু টাকা কবে পরিশোধ করা হবে, সেই প্রশ্নের উত্তর মিলছে না।

ট্রান্সপোর্ট চালক হিসেবে অবসর নেওয়া ইসলাম আলী বলেন, ২০১৫ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যেসব কর্মচারী, শ্রমিক ও কর্মকর্তারা অবসর নিয়েছেন, তাঁরা কেউ গ্র্যাচুইটির পুরো টাকা পাননি। মাঝেমধ্যে ১০-১৫ হাজার টাকা করে দেওয়া হয়। এই টাকায় সংসার চলে না। পরিবার-পরিজন নিয়ে এখন অর্ধাহারে-অনাহারে জীবন কাটাচ্ছেন।

অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি এ এস এম মুতিউল্লাহ বলেন, ‘সর্বশেষ ঈদুল আজহার সময় অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এভাবে টাকা দিলে ছয়-সাত লাখ টাকা পেতে কত বছর লাগবে? অনেকের জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুর আগে তাঁর টাকা দেখে যেতে পারবেন না।’

জানতে চাইলে রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার বলেন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের এই সংকটের কথা করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানেন। তহবিলে টাকা না থাকায় দেওয়া যাচ্ছে না। করপোরেশনের চেয়ারম্যান রাজশাহী আসছেন, কীভাবে এর সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে।

এদিকে নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩৮৫ জন কর্মকর্তা-শ্রমিক-কর্মচারী পেনশন ও গ্র্যাচুইটির বকেয়া ৪৯ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল সকালে চিনিকল গেটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলুসহ সাধারণ শ্রমিকেরা। এ সময় বক্তারা আগামী অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণসহ শতভাগ গ্র্যাচুইটির অর্থ পরিশোধ এবং সরকারনির্দেশিত বিভিন্ন ভাতা পরিশোধের দাবি জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু বলেন, ২০১৪ সালে মিল থেকে অবসর নেওয়ার আট বছর পেরিয়ে গেলেও শ্রমিক-কর্মচারীরা তাঁদের বকেয়া পাচ্ছেন না। তাই অবিলম্বে তা পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে নাটোরের লালপুরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাওনা টাকার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। গতকাল মিলের ২ নম্বর গেটে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তাঁরা। পরে মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রব বলেন, এই মিলের অবসরপ্রাপ্ত প্রায় ২০০ জন শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা রয়েছেন। তাঁদের গ্র্যাচুইটি বাবদ প্রায় সাড়ে ১৩ কোটি টাকা পাওনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত