ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদকের ফলাফলের এখনো সুরাহা হয়নি। সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে জায়েদ খান ও নিপুণের লড়াই ছিল টক অব দ্য টাউন। এর মাঝেই বর্তমান কমিটির মেয়াদ শেষে দরজায় কড়া নাড়ছে নতুন নির্বাচন। তবে আগামী নির্বাচন নিয়ে নিশ্চুপ ছিল কমিটি।

অবশেষে পরবর্তী নির্বাচন নিয়ে কথা বললেন সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। গতকাল শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিপুণ জানালেন, আগামী ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে পরবর্তী নির্বাচনের তফসিল। নিপুণ বলেন, ‘সামনেই জাতীয় নির্বাচন। এর আগে অন্য কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। জাতীয় নির্বাচনের পরপরই শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করব। আশা করছি আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যেই তফসিল ঘোষণা হয়ে যাবে। নির্বাচন যে প্রক্রিয়ায় হয়ে থাকে, সেভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এবারও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান নিপুণ। তিনি বলেন, ‘এবারও পুরো প্যানেল নিয়ে নির্বাচন করব। গতবারের মতো এবারও চমক থাকবে আমার প্যানেলে।’

এবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান শিল্পী সমিতির কমিটির কার্যকরী সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা জানান নিপুণ। এ বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ফেরদৌস আহমেদকে অনেক অভিনন্দন।

অনেক গর্ব হচ্ছে আমাদের প্যানেলের একজন সদস্য জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। মনে-প্রাণে চাই তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। শিল্পী সমিতির পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে তাঁকে আমরা সংবর্ধনা দেওয়ার আয়োজন করছি। সে সময় চলচ্চিত্রের ১৯ সংগঠনের সদস্যরাও উপস্থিত থাকবেন।’

১৮ ডিসেম্বর থেকে ফেরদৌসের পক্ষে নির্বাচনী প্রচারণায় শিল্পীরা মাঠে নামবেন বলে জানান নিপুণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত