Ajker Patrika

বাজারে লিচু, তবে দামে টক

রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
আপডেট : ১৪ মে ২০২২, ১১: ৫১
বাজারে লিচু, তবে দামে টক

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে রসাল ফল লিচু। তবে দাম তুলনামূলক বেশি। এ নিয়ে অনেক ক্রেতা হতাশা প্রকাশ করেছেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে থেকেই বিক্রি হচ্ছে আটি ও বেদানা জাতের লিচু। ৪০টি লিচু বিক্রি করছেন ৯০ থেকে ১০০ টাকায়।

এদিকে, দাম বেশি পাওয়ায় বাগানমালিকেরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন লিচু।

গাংনী বাজার, বামন্দী বাজার, দেবীপুর বাজার ঘুরে লিচু বিক্রির দৃশ্য দেখা যায়। এক একটি থোকায় ৪০টি লিচু সাজিয়ে রাখা। ব্যবসায়ীরা জানান, বাজারে এখন আটি ও বেদানা লিচু পাওয়া যাচ্ছে। এ লিচু আকারে ছোট। কয়েক দিন পর মিলবে বোম্বাইসহ কয়েক জাতের লিচু

বামন্দী বাজারের লিচু ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, ‘এখন বাজারে লিচুর অনেক চাহিদা। বর্তমানে ৪০টি লিচু ৯০ থেকে ১০০ টাকায় বিক্রয় করছি। দাম বেশি হওয়ায় অনেকেই না কিনে ফিরে যাচ্ছেন।’

গাংনী বাজারের লিচু ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘অনেক বাগান মালিকেরা বাদুড়ের অত্যাচার হবে ভেবে আগেই লিচু বিক্রয় করে দিচ্ছেন। অল্প দাম হলেও তাঁরা বিক্রয় করে দিচ্ছেন। তবে আমরা এসব লিচু জেলার বাইরে থেকেও কিনছি। বর্তমান বাজারে আটি ও বেদানা লিচু পাওয়া যাচ্ছে। বোম্বাই লিচু আসতে আরও কিছুদিন সময় লাগবে।’

ছাতিয়ান গ্রামের লিচু বাগান মালিক আনারুল ইসলাম বলেন, ‘বাদুড়সহ বিভিন্ন পাখি লিচু খেয়ে ফেলে। পাহারা দেওয়াও কঠিন। তাই দুই বছরের জন্য লিচু বাগান বিক্রি করে দিয়েছি। আর কৃষি অফিস আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না। যদি তারা সহযোগিতা ও লিচু চাষ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়, তাহলে লিচুবাগান আরও বড় করে গড়ে তোলার ইচ্ছে আছে।’

কয়েকজন ক্রেতা জানান, বাজারে লিচু পাওয়া গেলেও দাম অনেক। এ জন্য না কিনেই ফিরতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলার ৭৫ হেক্টর জমিতে লিচুর গাছ রয়েছে। তবে আগের চেয়ে লিচু চাষ দিন দিন বাড়ছে। গত বছর উপজেলায় ৬০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত