Ajker Patrika

পোশাকশ্রমিককে ধর্ষণের সময় যুবক গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৪৫
পোশাকশ্রমিককে ধর্ষণের সময় যুবক গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় এক পোশাকশ্রমিককে ধর্ষণের সময় এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে টহল পুলিশের একটি দল। গত বুধবার রাত ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জামতলী এলাকায় ওই পোশাকশ্রমিককে অটোভ্যানে ওই যুবক ধর্ষণ করেন।

গ্রেপ্তার যুবকের নাম আবু সাঈদ ওরফে রাব্বী (২২)। তিনি নাটোর শহরের তেবাড়িয়া হুগোলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকীআজকের পত্রিকাকে বলেন, বুধবার ধর্ষণের শিকার পোশাকশ্রমিক তাঁর মেয়ের অসুস্থতার খবর পেয়ে ঢাকা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখানে দাঁড়িয়ে থাকা যুবক আবু সাঈদ ওরফে রাব্বীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কে ভাই-বোন কথা বলে একটি অটোভ্যানে করে উপজেলার বিনগ্রাম কয়াখাস গ্রামের বাড়িতে যাওয়ার পথে ওই যুবক ভ্যান থেকে নামিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরে আবার ধর্ষণ করতে গিয়ে থানার টহল পুলিশের একটি দলের চোখে পড়ে যায়। তখন ওই যুবক তাঁদের দুজনকে স্বামী-স্ত্রী সাজানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে মেয়েটি কথা বলতে শুরু করেন।

নুর-এ-আলম সিদ্দিকী আরও বলেন, এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। আর পলাতক ভ্যানচালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত