Ajker Patrika

গ্রেপ্তার আসামি রিমান্ডে

নবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪৬
গ্রেপ্তার আসামি রিমান্ডে

নবাবগঞ্জে চোর সন্দেহে রুনা নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার জহুরা বেগমের (৪৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করছে নবাবগঞ্জ থানা-পুলিশ। জহুরা বেগম নবাবগঞ্জের বড় বলমন্তচর গ্রামের হযরত আলীর (৫৫) স্ত্রী।

গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মৃত্যুঞ্জয় কীর্তনিয়া। তিনি বলেন, গ্রেপ্তার ওই নারীকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁকে হেফাজতে এনে সোমবার রাত থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনার প্রধান আসামি জহুরার স্বামী পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে এসআই মৃত্যুঞ্জয় বলেন, চিকিৎসায় আহত পপি অনেকটা সুস্থ হয়ে উঠলে তাঁকে তার পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এ মারপিটের ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

ঘটনার দিন, গত রোববার বিকেলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, রোববার দুপুরে হয়রত আলী ও তাঁর স্ত্রী জহুরা বেগম করোনা টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় নারীদের লাইনে দাঁড়িয়ে থাকা জহুরার ওপরে এসে পড়েন পেছনে থাকা ওই দুই নারী। এর পরপরই জহুরা বুঝতে পারেন তাঁর গলায় স্বর্ণের চেইন নেই।

ওসি বলেন, সঙ্গে সঙ্গে জহুরা বিষয়টি তাঁর স্বামীকে জানান। তিনি ওই দুই নারীকে দেখিয়ে দিলে তাঁর স্বামী ওই দুই নারীকে আটক করে গাড়িতে করে তাঁদের বাড়ি নিয়ে যান। বাড়িতে নিয়ে তাঁদের গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করেন। স্থানীয় বাসিন্দারাও এ দুই নারীকে মারধর করেন। এতে রুনার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত