বিনোদন ডেস্ক
চলতি বছরে ভারতের অন্যতম আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগে অগ্রিম টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক। প্রথম দুই দিন সিনেমা হলে ছিল উপচে পড়া ভিড়। তবে মুক্তির পর যত দিন গড়িয়েছে, আদিপুরুষ নিয়ে বিতর্ক আর সমালোচনার ডালপালা মেলেছে বিস্তর। নিম্নমানের সংলাপ থেকে বাজে মানের ভিএফএক্স—সবকিছু নিয়েই চলছে সমালোচনা। প্রথম সপ্তাহেই সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। দর্শককে হলে ফেরাতে টিকিটের দাম কমিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তাতেও লাভ হয়নি তেমন। হলে ফিরছে না দর্শক। মুক্তির আগে যে টিকিটের দাম ২,০০০ রুপি ছাড়িয়ে ছিল, তার দাম কমতে কমতে ১১২ রুপিতে ঠেকেছে। ৫০০ কোটি রুপির বাজেটে তৈরি সিনেমাটি এ পর্যন্ত ভারতজুড়ে আয় করেছে ২৬৮ কোটি রুপি।
এত সমালোচনা ও বক্স অফিস ব্যর্থতার পরও সিনেমাটির দ্বিতীয় পর্ব তৈরির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ওম রাউত। এরই মধ্যে সিক্যুয়েলের গল্প নিয়ে কাজ শুরু করেছেন। কিছুদিন পরেই শুরু হবে চিত্রনাট্য তৈরির কাজ। অভিনয়শিল্পীদেরও জানানো হয়েছে সেই খবর। তবে সিনেমার মুখ্য অভিনেতা প্রভাস সেই খবরে মুখ ফিরিয়ে নিয়েছেন। জানিয়েছেন, দ্বিতীয় পর্বে আর রাম চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন তিনি। আদিপুরুষের বক্স অফিস ব্যর্থতা ও সমালোচনার কারণেই প্রভাস এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘বাহুবলী’খ্যাত এ অভিনেতা।
বাহুবলীর পর প্রভাসের মুক্তি পাওয়া দুটি সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। আশা ছিল, সেই দুঃখ ভুলিয়ে দেবে আদিপুরুষ। তবে সেই আশায় গুড়ে বালি। নতুন করে আর কোনো আশাও দেখছেন না প্রভাস। তাই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন অন্য সিনেমার কাজে। প্রভাস এখন শুটিং করছেন নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’ সিনেমার। অ্যাকশন ঘরানার এ সিনেমায় প্রভাসের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও দিশা পাটানির মতো অভিনয়শিল্পীরা। এ সিনেমা দিয়েই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কমল হাসান। ২০২৪ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর এই সিনেমা দিয়েই নতুন বছরে সাফল্যের স্বাদ নিতে চান প্রভাস।
চলতি বছরে ভারতের অন্যতম আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। মুক্তির আগে অগ্রিম টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক। প্রথম দুই দিন সিনেমা হলে ছিল উপচে পড়া ভিড়। তবে মুক্তির পর যত দিন গড়িয়েছে, আদিপুরুষ নিয়ে বিতর্ক আর সমালোচনার ডালপালা মেলেছে বিস্তর। নিম্নমানের সংলাপ থেকে বাজে মানের ভিএফএক্স—সবকিছু নিয়েই চলছে সমালোচনা। প্রথম সপ্তাহেই সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। দর্শককে হলে ফেরাতে টিকিটের দাম কমিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তাতেও লাভ হয়নি তেমন। হলে ফিরছে না দর্শক। মুক্তির আগে যে টিকিটের দাম ২,০০০ রুপি ছাড়িয়ে ছিল, তার দাম কমতে কমতে ১১২ রুপিতে ঠেকেছে। ৫০০ কোটি রুপির বাজেটে তৈরি সিনেমাটি এ পর্যন্ত ভারতজুড়ে আয় করেছে ২৬৮ কোটি রুপি।
এত সমালোচনা ও বক্স অফিস ব্যর্থতার পরও সিনেমাটির দ্বিতীয় পর্ব তৈরির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ওম রাউত। এরই মধ্যে সিক্যুয়েলের গল্প নিয়ে কাজ শুরু করেছেন। কিছুদিন পরেই শুরু হবে চিত্রনাট্য তৈরির কাজ। অভিনয়শিল্পীদেরও জানানো হয়েছে সেই খবর। তবে সিনেমার মুখ্য অভিনেতা প্রভাস সেই খবরে মুখ ফিরিয়ে নিয়েছেন। জানিয়েছেন, দ্বিতীয় পর্বে আর রাম চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন তিনি। আদিপুরুষের বক্স অফিস ব্যর্থতা ও সমালোচনার কারণেই প্রভাস এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘বাহুবলী’খ্যাত এ অভিনেতা।
বাহুবলীর পর প্রভাসের মুক্তি পাওয়া দুটি সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। আশা ছিল, সেই দুঃখ ভুলিয়ে দেবে আদিপুরুষ। তবে সেই আশায় গুড়ে বালি। নতুন করে আর কোনো আশাও দেখছেন না প্রভাস। তাই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন অন্য সিনেমার কাজে। প্রভাস এখন শুটিং করছেন নাগ অশ্বীন পরিচালিত ‘প্রজেক্ট কে’ সিনেমার। অ্যাকশন ঘরানার এ সিনেমায় প্রভাসের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও দিশা পাটানির মতো অভিনয়শিল্পীরা। এ সিনেমা দিয়েই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কমল হাসান। ২০২৪ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর এই সিনেমা দিয়েই নতুন বছরে সাফল্যের স্বাদ নিতে চান প্রভাস।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে