মানুষ হত্যা বড় গুনাহের কাজ

মুফতি খালেদ কাসেমি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ১৪: ২৯

সমাজে খুনখারাবি ও হত্যাকাণ্ডকে তুচ্ছ বিষয় মনে করা হয়। অথচ ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে মানুষ হত্যা করা মহাপাপ। প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বলে ইসলাম।

কোনো নিরপরাধ মানুষ হত্যা করা ইসলাম সমর্থন করে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘এ কারণেই আমি বনি ইসরাইলকে বিধান দিয়েছিলাম, কেউ যদি কাউকে হত্যা করে এবং তা অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তারের কারণে না হয়, তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও প্রাণ রক্ষা করে, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল।…’ (সুরা মায়িদা: ৩২)

নবীজির এই হাদিস থেকেও মানুষ হত্যার ভয়াবহতা প্রতীয়মান হয়। তিনি বলেন, ‘কোনো মুসলিমকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে অধিক সহজ।’ (তিরমিজি)
পরকালে মানুষ হত্যাকারীর পরিণতি হবে খুবই ভয়াবহ। তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনেশুনে হত্যা করবে, তার শাস্তি জাহান্নাম, যেখানে সে সব সময় থাকবে। আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন এবং লানত করবেন। আর আল্লাহ তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন।’ (সুরা নিসা: ৯৩)

অন্যত্র মহান আল্লাহ এরশাদ করেন, ‘প্রকৃত মুমিন তারা, যারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এগুলো করে, তারা শাস্তি ভোগ করবে।’ (সুরা ফুরকান: ৬৮) 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত