ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংস এবং পেঁয়াজ ও আদার দাম। তবে কমেছে সবজি ও মাছের দাম। গতকাল রোববার সকালে শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। দাম নিয়ে এখনো বিপাকে আছেন বলেই জানিয়েছেন ক্রেতারা।
শম্ভুগঞ্জ মধ্যবাজারের বিক্রেতা সাদেক মিয়া বলেন, দেশি পেঁয়াজ গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হলেও এখন ৬০ টাকায় বিক্রি করছি। আদার দামও বেড়েছে ১০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাকা, দেশি রসুন ৪০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৫০ টাকা, আদা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে মাছ মহালের মাছ বিক্রেতা হারুন মিয়া বলেন, সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে।
একই বাজারের সবজি বিক্রেতা সানি মিয়া বলেন, বাজারে প্রচুর সবজির আমদানি হয়েছে। তাই দামও অনেক কমেছে, বেড়েছে বিক্রি। তবে কাঁচা মরিচ গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি করছি।
এদিকে মুরগি বিক্রেতা পাপ্পু মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে বয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। তবে সাদা কক মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে।
ডিম বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ডিমের দামে উঠানামা নেই। দেশি মুরগির ডিম ৫৫ টাকা, হাঁসের ডিম ৫০ টাকা ও ফার্মের মুরগির ডিম ৩২ টাকা হালি বিক্রি করছি।
শম্ভুগঞ্জ মধ্যবাজারের সাত্তার স্টোরের বিক্রেতা আহসান উল্লাহ বলেন, তেল, ডাল, আটার দাম বাড়েনি। তবে কেজিতে ৫ টাকা কমেছে চিনির দাম।
মাংস বিক্রেতা সবুজ মিয়া বলেন, খাসি ও গরুর মাংসের বাজার কিছুটা চড়া। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গরুর মাংস ৫৮০ টাকা ও খাসির মাংস ৮৪০ থেকে ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ক্রেতা আসলাম উদ্দিন বলেন, এখন সবজির মৌসুম, দাম কমবে ৎস্বাভাবিক। তবে আহামরি দাম কমেছে তা নয়। একটা পণ্যের দাম কমলে অন্যটা বাড়ে। গড়ে একই কথা।
আরেক ক্রেতা সাহিতা খাতুন বলেন, সবজির বাজার কমতির দিকে থাকলেও পেঁয়াজের দাম চড়া। আমাদের বড় পরিবার, বেশি পেঁয়াজ লাগে। দাম কমলে স্বস্তি পেতাম।
ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংস এবং পেঁয়াজ ও আদার দাম। তবে কমেছে সবজি ও মাছের দাম। গতকাল রোববার সকালে শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। দাম নিয়ে এখনো বিপাকে আছেন বলেই জানিয়েছেন ক্রেতারা।
শম্ভুগঞ্জ মধ্যবাজারের বিক্রেতা সাদেক মিয়া বলেন, দেশি পেঁয়াজ গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হলেও এখন ৬০ টাকায় বিক্রি করছি। আদার দামও বেড়েছে ১০ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাকা, দেশি রসুন ৪০ টাকা, ইন্ডিয়ান রসুন ১৫০ টাকা, আদা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে মাছ মহালের মাছ বিক্রেতা হারুন মিয়া বলেন, সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে।
একই বাজারের সবজি বিক্রেতা সানি মিয়া বলেন, বাজারে প্রচুর সবজির আমদানি হয়েছে। তাই দামও অনেক কমেছে, বেড়েছে বিক্রি। তবে কাঁচা মরিচ গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি করছি।
এদিকে মুরগি বিক্রেতা পাপ্পু মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে বয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। তবে সাদা কক মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে।
ডিম বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ডিমের দামে উঠানামা নেই। দেশি মুরগির ডিম ৫৫ টাকা, হাঁসের ডিম ৫০ টাকা ও ফার্মের মুরগির ডিম ৩২ টাকা হালি বিক্রি করছি।
শম্ভুগঞ্জ মধ্যবাজারের সাত্তার স্টোরের বিক্রেতা আহসান উল্লাহ বলেন, তেল, ডাল, আটার দাম বাড়েনি। তবে কেজিতে ৫ টাকা কমেছে চিনির দাম।
মাংস বিক্রেতা সবুজ মিয়া বলেন, খাসি ও গরুর মাংসের বাজার কিছুটা চড়া। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গরুর মাংস ৫৮০ টাকা ও খাসির মাংস ৮৪০ থেকে ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ক্রেতা আসলাম উদ্দিন বলেন, এখন সবজির মৌসুম, দাম কমবে ৎস্বাভাবিক। তবে আহামরি দাম কমেছে তা নয়। একটা পণ্যের দাম কমলে অন্যটা বাড়ে। গড়ে একই কথা।
আরেক ক্রেতা সাহিতা খাতুন বলেন, সবজির বাজার কমতির দিকে থাকলেও পেঁয়াজের দাম চড়া। আমাদের বড় পরিবার, বেশি পেঁয়াজ লাগে। দাম কমলে স্বস্তি পেতাম।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে