সমালোচনার জবাব দিলেন খায়রুল বাসার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ১৮

বন্যার্তদের সহায়তায় লক্ষ্মীপুরে গিয়েছিলেন অভিনেতা খায়রুল বাসার। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। আর তাতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। কেউ কেউ লিখেছেন, এত লোক নিয়ে বন্যাদুর্গত এলাকায় যাওয়ার প্রয়োজন কী? কেউ আবার লিখেছেন, বন্যার্তদের সহায়তা নয়, যেন পিকনিক করতে গেছেন তিনি। গতকাল এসব সমালোচনার জবাব দিয়েছেন খায়রুল বাসার। ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে এসবের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বেশি মানুষ প্রসঙ্গে খায়রুল বাসার জানান, তাঁর ছবিতে যাঁদের দেখা গেছে, তাঁদের বেশির ভাগই স্থানীয় স্বেচ্ছাসেবী। লক্ষ্মীপুরের পথঘাট না চেনার কারণে টিমের সঙ্গে তাঁদের যুক্ত করা হয়েছিল। পিকনিকের বিষয়ে খায়রুল বাসার জানান, লক্ষ্মীপুরের যেখানে গেছেন, মানুষ ভালোবেসে তাঁদের খাবার দিয়েছেন। সেটাই ভাগ করে সবাই খেয়েছেন। সেই ছবি দেখে অনেকে পিকনিক বলে মন্তব্য করছেন।

নেটিজেনদের এমন সমালোচনায় চিন্তিত নন বাসার, বরং মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। অভিনেতার ভাষ্য, ‘বন্যাদুর্গত এলাকার মানুষের চোখে-মুখে আমাদের প্রতি যে ভালোবাসা দেখেছি, এতটা ভালোবাসা গ্রহণের সামর্থ্য নিয়ে যাইনি হয়তো। আমরা বরং ভালোবাসা নিয়ে ফিরেছি। কোমরসমান পানিতে ভেসেও কেউ কেউ মাথায় হাত বুলিয়ে বলেছেন, “দুইটা ভাত আর শাক রান্না হইছে, তোমরা কেউ খেয়ে যাও; তোমাদের মুখ শুকনা লাগতেছে।” এই কথার কাছে আপনাদের বাজে কথা কিচ্ছু না।’

যাঁরা এই ত্রাণ কার্যক্রমে সহায়তা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন খায়রুল বাসার। আরও জানিয়েছেন, অভিনেত্রী সামিরা খান মাহির উদ্যোগেই লক্ষ্মীপুরে টিম নিয়ে গিয়েছিলেন তিনি। বন্যা-পরবর্তী সময়ে বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করতে আবারও দুর্গত এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে এই পোস্টের বিষয়ে খায়রুল বাসার বলেন, ‘পোস্টটা করেছি যাঁরা নেগেটিভ মন্তব্য করেন, তাঁদের জন্য। আপনাদের ভাবনাকে প্রভাবিত করার জন্য। মাঝে মাঝে মনে হয়, তাঁরা কিছু না ভেবেই কথা বলেন। কিছু একটা বলতেই হবে, তাই কমেন্ট করেন। যে মন্তব্যটি লিখলেন, সেটা প্রাসঙ্গিক কি না, যৌক্তিক কি না, তা না ভেবে দলীয়করণ বা ট্যাগ দিতে হবে? আপনি যে দলের বা মতাদর্শের হোন না কেন, সত্য তো সত্যই, ন্যায় তো ন্যায়ই। কেউ অন্যায় করলে প্রশ্ন করুন। কেউ ভালো কিছু করলে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করবেন না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত