আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পাহানপাড়া মহল্লার বাসিন্দা শাবলু পাহান (৩৫)। গোয়ালঘরে লাগা আগুন থেকে গরু বের করার সময় তাঁর শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। বর্তমানে ভর্তি আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাহানপাড়া মহল্লায় আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাবলু পাহান দিনমজুরের কাজ করে সংসার চলাতেন। তাঁর বড় মেয়ে শ্রাবন্তী পাহান (১২), আর ছোট মেয়ে সুমান পাহান (২)। কয়েক দিন আগে ছোট মেয়ের এক পা আগুনে পুড়ে যায়। শাবলু পাহানের সম্বল বলতে তাঁর ছিল অন্যের পালন করা চারটি গরু। এর মধ্যে দুটি গাভি আর দুটি বাছুর। গত বৃহস্পতিবার গোয়ালঘরে আগুন লেগে দুটি বাছুর পুড়ে মারা যায়। আগুনে একটি গাভির শরীরে অধিকাংশ পুড়ে গেছে। সকালে সেটি জবাই করা হয়েছে। আর একটি গাভি অক্ষত রয়েছে। গোয়ালঘর থেকে গরু বের করে আনায় সময় শাবলু পাহানের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
শাবলুর মা মহুরি পাহান বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকার অভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারছি না। সরকারিভাবেও কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি।’
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই বাড়ির গোয়ালঘরে লাগা আগুনের সূত্রপাত ছিল শর্টসার্কিট থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির এই মুহূর্তে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে গেছে। আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি, স্বজনদের জানানো হয়েছে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন এখন।’
আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। তবে ঘটনাটি শুনেই স্থানীয় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ দিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে। আমি আক্কেলপুরে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করব।’
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার পাহানপাড়া মহল্লার বাসিন্দা শাবলু পাহান (৩৫)। গোয়ালঘরে লাগা আগুন থেকে গরু বের করার সময় তাঁর শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। বর্তমানে ভর্তি আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাহানপাড়া মহল্লায় আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাবলু পাহান দিনমজুরের কাজ করে সংসার চলাতেন। তাঁর বড় মেয়ে শ্রাবন্তী পাহান (১২), আর ছোট মেয়ে সুমান পাহান (২)। কয়েক দিন আগে ছোট মেয়ের এক পা আগুনে পুড়ে যায়। শাবলু পাহানের সম্বল বলতে তাঁর ছিল অন্যের পালন করা চারটি গরু। এর মধ্যে দুটি গাভি আর দুটি বাছুর। গত বৃহস্পতিবার গোয়ালঘরে আগুন লেগে দুটি বাছুর পুড়ে মারা যায়। আগুনে একটি গাভির শরীরে অধিকাংশ পুড়ে গেছে। সকালে সেটি জবাই করা হয়েছে। আর একটি গাভি অক্ষত রয়েছে। গোয়ালঘর থেকে গরু বের করে আনায় সময় শাবলু পাহানের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
শাবলুর মা মহুরি পাহান বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকার অভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারছি না। সরকারিভাবেও কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি।’
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই বাড়ির গোয়ালঘরে লাগা আগুনের সূত্রপাত ছিল শর্টসার্কিট থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন বলেন, ‘আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির এই মুহূর্তে উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে গেছে। আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি, স্বজনদের জানানো হয়েছে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন এখন।’
আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। তবে ঘটনাটি শুনেই স্থানীয় ওই ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ দিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে। আমি আক্কেলপুরে এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে