বিনোদন ডেস্ক
২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক তৃপ্তি দিমরির। এরপর ২০১৮ সালে ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করেন। সেখান থেকে আনুশকার প্রযোজনায় ঘুরে গেল ভাগ্যের চাকা। লোককথা, নারীবাদ, কুসংস্কার আর অলৌকিক শক্তির গল্প নিয়ে তৈরি সিনেমা ‘বুলবুল’ নেটফ্লিক্সে মুক্তি পেতেই আলোড়ন তোলে। নজর কাড়েন বুলবুল চরিত্রের অভিনেত্রী তৃপ্তি।
তৃপ্তি দিমরি বহুমাত্রিক অভিনেত্রী। কখনো নিষ্পাপ, কখনো কলঙ্কিনী, কখনো অভাগী, কখনো শক্তিশালী—এমনই নানা ধরনের চরিত্রে দেখা যায় তাঁকে। শুধু চোখের মেকআপ আর চাহনি দিয়েই এমন বাজিমাত করেন, স্পটলাইটটা অন্য কাউকে কেড়ে নেওয়ার সুযোগই দেন না। রাতারাতি তিনি সবার মনের মানুষ হয়ে উঠেছেন। অনেকে বলছেন, তৃপ্তি বলিউডের নতুন ক্রেজ। তবে ‘বুলবুল’-এর পর অনেক দিন আলোচনায় ছিলেন না তিনি।
আবারও নেটফ্লিক্সের সিরিজে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে আছেন বিজয় বার্মা। আনুশকার ভাই কারনেশ শর্মার প্রযোজনা সংস্থা ক্লিনচেট ফিল্মসের ব্যানারে নেটফ্লিক্স সিনেমা ‘আফগানি স্নো’-তেও অভিনয় করবেন তিনি। এটি একটি থ্রিলার সিনেমা। নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।
বলিউডে তৃপ্তির কাজের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন কথা চলছে কার্তিক আরিয়ানের বিপরীতে শরণ শর্মা পরিচালিত একটি সিনেমা নিয়ে। সিনেমাটিতে কার্তিক একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন। চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে সিনেমার শুটিং। তাঁর চরিত্রের জন্য কার্তিক প্রশিক্ষণও নেবেন। এর আগে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন শরণ শর্মা। এবার কার্তিক ও তৃপ্তিকে নিয়ে কাজ করে বলিউডে নতুন জুটি উপহার দেওয়ার কথা ভাবছেন তিনি।
২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক তৃপ্তি দিমরির। এরপর ২০১৮ সালে ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করেন। সেখান থেকে আনুশকার প্রযোজনায় ঘুরে গেল ভাগ্যের চাকা। লোককথা, নারীবাদ, কুসংস্কার আর অলৌকিক শক্তির গল্প নিয়ে তৈরি সিনেমা ‘বুলবুল’ নেটফ্লিক্সে মুক্তি পেতেই আলোড়ন তোলে। নজর কাড়েন বুলবুল চরিত্রের অভিনেত্রী তৃপ্তি।
তৃপ্তি দিমরি বহুমাত্রিক অভিনেত্রী। কখনো নিষ্পাপ, কখনো কলঙ্কিনী, কখনো অভাগী, কখনো শক্তিশালী—এমনই নানা ধরনের চরিত্রে দেখা যায় তাঁকে। শুধু চোখের মেকআপ আর চাহনি দিয়েই এমন বাজিমাত করেন, স্পটলাইটটা অন্য কাউকে কেড়ে নেওয়ার সুযোগই দেন না। রাতারাতি তিনি সবার মনের মানুষ হয়ে উঠেছেন। অনেকে বলছেন, তৃপ্তি বলিউডের নতুন ক্রেজ। তবে ‘বুলবুল’-এর পর অনেক দিন আলোচনায় ছিলেন না তিনি।
আবারও নেটফ্লিক্সের সিরিজে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে আছেন বিজয় বার্মা। আনুশকার ভাই কারনেশ শর্মার প্রযোজনা সংস্থা ক্লিনচেট ফিল্মসের ব্যানারে নেটফ্লিক্স সিনেমা ‘আফগানি স্নো’-তেও অভিনয় করবেন তিনি। এটি একটি থ্রিলার সিনেমা। নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।
বলিউডে তৃপ্তির কাজের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন কথা চলছে কার্তিক আরিয়ানের বিপরীতে শরণ শর্মা পরিচালিত একটি সিনেমা নিয়ে। সিনেমাটিতে কার্তিক একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন। চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে সিনেমার শুটিং। তাঁর চরিত্রের জন্য কার্তিক প্রশিক্ষণও নেবেন। এর আগে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন শরণ শর্মা। এবার কার্তিক ও তৃপ্তিকে নিয়ে কাজ করে বলিউডে নতুন জুটি উপহার দেওয়ার কথা ভাবছেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে