রামগতি প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন একটি দ্বীপ চর আবদুল্যাহ, যা মূল ভূখণ্ড থেকে মেঘনা নদী হয়ে প্রায় ২৫ কিলোমিটারের নৌপথ নৌকা কিংবা ট্রলারে পাড়ি দিতে হয়। এ ইউনিয়নের প্রায় ১০ হাজার সাধারণ মানুষের চিকিৎসায় ওষুধের দোকানিই একমাত্র ভরসা। এ অবস্থায় চর আবদুল্লাহ, চর গজারিয়া ও তেলির চরে বসবাসকারী নারী ও শিশুসহ হাজার মানুষ চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।
এ ইউনিয়নের ভোটার সংখ্যা ৯ হাজার ৩৩৪ জন এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯১৬ এবং মহিলা ৪ হাজার ৪১৮ জন হলেও বাস্তবে বিচ্ছিন্ন এ দ্বীপে সবাই থাকেন না। কেননা অনিশ্চিত ভবিষ্যৎ আর দুর্যোগে টিকতে না পেরে অনেকে এলাকা ছেড়েছেন। আবার অনেকে ছাড়ার পথে রয়েছেন। ভোটার অনুযায়ী এ অঞ্চলে ১৭-১৮ হাজার লোকের বসবাস হওয়ার কথা।
চরাঞ্চলে দীর্ঘদিন চলছে আদিম যুগের কায়দায় চিকিৎসাসেবা, সৃষ্টিকর্তার ওপর ভর করে তাঁদের পথ চলা। কেউ ভালো হচ্ছে, কেউবা তাঁর রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নোয়াখালী কিংবা ঢাকায় গিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। চেয়ারম্যান বাজারের ওষুধ বিক্রেতা মো. ফরাদ ও মো. ইসমাইল হাফেজ বলেন, ‘কোনো চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ আমাদের কাছ থেকে পরামর্শ নিতে আসেন। সেই মোতাবেক আমরা ওষুধ দিয়ে থাকি। রোগীরা আমাদের কাছে আসেন বলেই আমরা দীর্ঘ যুগ ধরে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকি।’
এই বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন জানান, চর আবদুল্যাহ ইউনিয়নে কোনো নিয়োগ হচ্ছে না। সেবা দিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার বলেন, ওই চরে উপস্বাস্থ্য কেন্দ্র না থাকায় ও জনবল সংকটের কারণে দুর্গম চরে মেডিকেল অফিসার দেওয়া সম্ভব হচ্ছে না।
চরাঞ্চলে মেডিকেল অফিসারের বিকল্প নেই নচেৎ উপকূলের সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা না পেয়ে অকালে মৃত্যুবরণ করবে। খেটে খাওয়া মানুষ দীর্ঘ বছর ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপকূলবাসীর প্রত্যাশা অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি হস্তক্ষেপ করবেন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন একটি দ্বীপ চর আবদুল্যাহ, যা মূল ভূখণ্ড থেকে মেঘনা নদী হয়ে প্রায় ২৫ কিলোমিটারের নৌপথ নৌকা কিংবা ট্রলারে পাড়ি দিতে হয়। এ ইউনিয়নের প্রায় ১০ হাজার সাধারণ মানুষের চিকিৎসায় ওষুধের দোকানিই একমাত্র ভরসা। এ অবস্থায় চর আবদুল্লাহ, চর গজারিয়া ও তেলির চরে বসবাসকারী নারী ও শিশুসহ হাজার মানুষ চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।
এ ইউনিয়নের ভোটার সংখ্যা ৯ হাজার ৩৩৪ জন এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯১৬ এবং মহিলা ৪ হাজার ৪১৮ জন হলেও বাস্তবে বিচ্ছিন্ন এ দ্বীপে সবাই থাকেন না। কেননা অনিশ্চিত ভবিষ্যৎ আর দুর্যোগে টিকতে না পেরে অনেকে এলাকা ছেড়েছেন। আবার অনেকে ছাড়ার পথে রয়েছেন। ভোটার অনুযায়ী এ অঞ্চলে ১৭-১৮ হাজার লোকের বসবাস হওয়ার কথা।
চরাঞ্চলে দীর্ঘদিন চলছে আদিম যুগের কায়দায় চিকিৎসাসেবা, সৃষ্টিকর্তার ওপর ভর করে তাঁদের পথ চলা। কেউ ভালো হচ্ছে, কেউবা তাঁর রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নোয়াখালী কিংবা ঢাকায় গিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। চেয়ারম্যান বাজারের ওষুধ বিক্রেতা মো. ফরাদ ও মো. ইসমাইল হাফেজ বলেন, ‘কোনো চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ আমাদের কাছ থেকে পরামর্শ নিতে আসেন। সেই মোতাবেক আমরা ওষুধ দিয়ে থাকি। রোগীরা আমাদের কাছে আসেন বলেই আমরা দীর্ঘ যুগ ধরে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকি।’
এই বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন জানান, চর আবদুল্যাহ ইউনিয়নে কোনো নিয়োগ হচ্ছে না। সেবা দিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার বলেন, ওই চরে উপস্বাস্থ্য কেন্দ্র না থাকায় ও জনবল সংকটের কারণে দুর্গম চরে মেডিকেল অফিসার দেওয়া সম্ভব হচ্ছে না।
চরাঞ্চলে মেডিকেল অফিসারের বিকল্প নেই নচেৎ উপকূলের সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা না পেয়ে অকালে মৃত্যুবরণ করবে। খেটে খাওয়া মানুষ দীর্ঘ বছর ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপকূলবাসীর প্রত্যাশা অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি হস্তক্ষেপ করবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে