Ajker Patrika

লেভেল ক্রসিংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১: ২২
লেভেল ক্রসিংয়ে  অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীর রায়পুরার শ্রীরামপুর রেলগেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, অবৈধভাবে জায়গা দখল করে শ্রীরামপুর রেলস্টেশনের লেভেল ক্রসিংয়ের উভয় পাশে গড়ে উঠেছিল ছোট বড় দোকান। ফলে সংকীর্ণ হয়ে গিয়েছিল রাস্তা। এ কারণে দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিং এলাকায় নিয়মিত যানজট লেগে থাকে। এতে দুর্ভোগে পড়ে এই পথে চলাচল করা যাত্রীরা।

গত ১০ সেপ্টেম্বর আজকের পত্রিকায় রেলগেটে যানজট, দুর্ভোগ এই শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

এ ব্যাপারে নির্বাহী হাকিম মো. আসগর হোসেন বলেন, ‘গতকাল রেলগেট শ্রীরামপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামী মাসে অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করা হবে। রাস্তার পাশে অবৈধ পার্কিং সরিয়ে ভেতরে স্থান করে দেওয়ার চেষ্টা করব। লেভেল্ক্রসিংয়ে সৃষ্ট যানজট নিরসনে স্থায়ী সমাধানের পরিকল্পনা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ইরাবতী নদীতে ভেঙে পড়ল ব্রিটিশ আমলে নির্মিত সেতু

‘ছেলেকে পিটিয়ে মেরেছে আফসোস নেই, একটাই কষ্ট—নাতি জেলে যাচ্ছে’

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত