কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে আগে টিকা নেওয়া নিয়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্টিমারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো উপজেলার হোগলা বেতকা স্কুলের দশম শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১৫), সাবিক হোসেন (১৭) ও মো. শিবলী।
জানা গেছে, উপজেলার সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম চলে। এ সময় কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে টিকা দেবে তা নিয়ে আইরণ জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয় এবং হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিক্ষকদের হস্তক্ষেপে থেমে যায়। পরে হোগলা বেতকার শিক্ষার্থীরা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে উত্তর বাজার লঞ্চঘাট এলাকায় নদী পারাপারের সময় তাঁদের ওপর হামলা চালায় আইরণ এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হোগলা বেতকা স্কুলের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার বলেন, দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য আমাদের স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রী এখানে উপস্থিত হয়। আয়রন এবং বয়েজ স্কুলের কিছু ছাত্র আমাদের স্কুলের ছাত্রদের ওপর হামলা করে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। টিকা দিয়ে আমাদের স্কুলের ছাত্ররা বাড়ি ফেরার পথে কাউখালী লঞ্চ ঘাট তাদের পথরোধ করে আবারও হামলা করে। এতে আমার স্কুলের দশম শ্রেণির তিনজন ছাত্র গুরুতর আহত হয়।
গুরুতর আহত ছাত্র সিয়ামের বাবা মো. মারুফ হোসেন বলেন, আমার ছেলের মাথায় ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে, কয়েকটি সেলাই লেগেছে। এখনো তার জ্ঞান ফেরেনি। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
কাউখালী আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত রায় বলেন, আহত অবস্থায় তিনজন রোগী এসেছিল একজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়েছে, একজনকে বরিশালে পাঠানো হয়েছে। অন্যজন কাউখালী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউখালী থানার ওসি বনি আমিন বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।
পিরোজপুরের কাউখালীতে আগে টিকা নেওয়া নিয়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্টিমারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো উপজেলার হোগলা বেতকা স্কুলের দশম শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১৫), সাবিক হোসেন (১৭) ও মো. শিবলী।
জানা গেছে, উপজেলার সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম চলে। এ সময় কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে টিকা দেবে তা নিয়ে আইরণ জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয় এবং হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিক্ষকদের হস্তক্ষেপে থেমে যায়। পরে হোগলা বেতকার শিক্ষার্থীরা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে উত্তর বাজার লঞ্চঘাট এলাকায় নদী পারাপারের সময় তাঁদের ওপর হামলা চালায় আইরণ এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হোগলা বেতকা স্কুলের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার বলেন, দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য আমাদের স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রী এখানে উপস্থিত হয়। আয়রন এবং বয়েজ স্কুলের কিছু ছাত্র আমাদের স্কুলের ছাত্রদের ওপর হামলা করে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। টিকা দিয়ে আমাদের স্কুলের ছাত্ররা বাড়ি ফেরার পথে কাউখালী লঞ্চ ঘাট তাদের পথরোধ করে আবারও হামলা করে। এতে আমার স্কুলের দশম শ্রেণির তিনজন ছাত্র গুরুতর আহত হয়।
গুরুতর আহত ছাত্র সিয়ামের বাবা মো. মারুফ হোসেন বলেন, আমার ছেলের মাথায় ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে, কয়েকটি সেলাই লেগেছে। এখনো তার জ্ঞান ফেরেনি। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
কাউখালী আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত রায় বলেন, আহত অবস্থায় তিনজন রোগী এসেছিল একজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়েছে, একজনকে বরিশালে পাঠানো হয়েছে। অন্যজন কাউখালী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউখালী থানার ওসি বনি আমিন বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে