চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার আটটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুজন প্রার্থীসহ ২৬ প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচনী আইন অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তাঁদের জমানত বাজেয়াপ্ত হয়।
গত রোববার অনুষ্ঠিত ভোটের ফল ঘেঁটে জানা যায়, জামানত হারানো প্রার্থী সবচেয়ে বেশি উপজেলার হারবাং ও ডুলাহাজারা ইউপিতে। এ দুটিতে আটজন করে ১৬ প্রার্থী জামানত হারিয়েছেন।
ডুলাহাজারা ইউপিতে প্রদত্ত বৈধ ভোট পড়েছে ১৯ হাজার ৮৯৭ ভোট। জামানত বাঁচাতে হলে প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীকে সর্বনিম্ন ২ হাজার ৪৮৭ ভোট পেতে হতো। এ ইউপিতে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহনেওয়াজ তালুবদার ১ হাজার ২৩২ ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন ২ হাজার ১৪৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অন্য জামানত হারানো প্রার্থীরা হলেন এমরানুল হক, গিয়াস উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সেলিম ও সোহেল মাহমুদ।
হারবাং ইউপিতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে আটজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন ছৈয়দ নুর, জয়নাল আবেদীন, জাহেদুল ইসলাম, বুরহান উদ্দিন, মুরাদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শুয়াইব ও সাবের আহমদ।
চিরিংগা ইউপিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহ নেওয়াজ রুমেল মাত্র ৬৭ ভোট পেয়ে নৌকা ডুবানোর পাশাপাশি জামানতও হারিয়েছেন। জামানত হারানো অন্য দুজন হলেন নাজের হোছাইন ও মোহাম্মদ করিম।
ফাঁসিয়াখালী ইউপিতে সাতজন প্রার্থীর মধ্যে তিনজন জামানতের টাকা হারিয়েছেন। বরইতলী ইউপিতে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে একজন জামানতের টাকা বাঁচাতে পারেননি। তিনি হলেন মো. রফিক আহমদ ছিদ্দিকী। খুটাখালীতে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন আজিজুল হক, মো. কায়েস ও মো. রিহাবুল আলম। এদিকে বমুবিলছড়ি ইউপিতে তিনজন প্রার্থীর মধ্যে কেউই জামানত হারাননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে উপজেলার আটটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একটি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইউপিগুলোতে ৪৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে ২৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা জমা দিতে হয়।’
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার আটটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুজন প্রার্থীসহ ২৬ প্রার্থী জামানত হারাচ্ছেন। নির্বাচনী আইন অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তাঁদের জমানত বাজেয়াপ্ত হয়।
গত রোববার অনুষ্ঠিত ভোটের ফল ঘেঁটে জানা যায়, জামানত হারানো প্রার্থী সবচেয়ে বেশি উপজেলার হারবাং ও ডুলাহাজারা ইউপিতে। এ দুটিতে আটজন করে ১৬ প্রার্থী জামানত হারিয়েছেন।
ডুলাহাজারা ইউপিতে প্রদত্ত বৈধ ভোট পড়েছে ১৯ হাজার ৮৯৭ ভোট। জামানত বাঁচাতে হলে প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থীকে সর্বনিম্ন ২ হাজার ৪৮৭ ভোট পেতে হতো। এ ইউপিতে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহনেওয়াজ তালুবদার ১ হাজার ২৩২ ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন ২ হাজার ১৪৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অন্য জামানত হারানো প্রার্থীরা হলেন এমরানুল হক, গিয়াস উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সেলিম ও সোহেল মাহমুদ।
হারবাং ইউপিতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে আটজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন ছৈয়দ নুর, জয়নাল আবেদীন, জাহেদুল ইসলাম, বুরহান উদ্দিন, মুরাদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শুয়াইব ও সাবের আহমদ।
চিরিংগা ইউপিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহ নেওয়াজ রুমেল মাত্র ৬৭ ভোট পেয়ে নৌকা ডুবানোর পাশাপাশি জামানতও হারিয়েছেন। জামানত হারানো অন্য দুজন হলেন নাজের হোছাইন ও মোহাম্মদ করিম।
ফাঁসিয়াখালী ইউপিতে সাতজন প্রার্থীর মধ্যে তিনজন জামানতের টাকা হারিয়েছেন। বরইতলী ইউপিতে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে একজন জামানতের টাকা বাঁচাতে পারেননি। তিনি হলেন মো. রফিক আহমদ ছিদ্দিকী। খুটাখালীতে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন আজিজুল হক, মো. কায়েস ও মো. রিহাবুল আলম। এদিকে বমুবিলছড়ি ইউপিতে তিনজন প্রার্থীর মধ্যে কেউই জামানত হারাননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে উপজেলার আটটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একটি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইউপিগুলোতে ৪৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে ২৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা জমা দিতে হয়।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে