মুক্তাগাছা প্রতিনিধি
কোনো এলাকার জন্য ভূমিসেবার অন্যতম স্থান হলো ইউনিয়ন পরিষদ ভূমি কার্যালয় বা কাচারি। মুক্তাগাছার স্থানীয় বাসিন্দাদের কাছে এটি কাচারি নামেই পরিচিত। প্রতিদিন ভূমিসেবার বিভিন্ন প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের আসতে হয় কাচারিতে। নানা প্রতিবন্ধকতায় এমনিতেই কাচারিতে ভোগান্তির শেষ নেই, তার ওপর আবার সামান্য বৃষ্টি হলেই পানিতে থইথই করে উপজেলার বটতলা কাচারি মাঠ। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছায় চরমে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১১টি কাচারির মধ্যে উল্লেখযোগ্য হলো দাওগাঁও ইউনিয়ন পরিষদ ভূমি কার্যালয়। খাজনা-খারিজ, তল্লাশি, সংশোধনসহ নানা কাজ নিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ এই কার্যালয়ে আসেন। এর পাশেই স্থানীয় হাসপাতাল ও গুরুত্বপূর্ণ বাজার। সব মিলিয়ে ইউনিয়নের প্রাণকেন্দ্র হলো বটতলা বাজার। আর এই বাজারের পাশে ভূমি কার্যালয় বা কাচারি মাঠ। অল্প বৃষ্টি হলেই মাঠে জমে হাঁটুপানি। প্রতিদিন ইউনিয়ন ভূমি কার্যালয়ে সকল শ্রেণি-পেশার মানুষের আনাগোনা থাকে। জমে থাকা পানির কারণে সেবা নিতে আসা সবাইকে পড়তে হয় ভোগান্তিতে। একদিকে পানিনিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, অন্যদিকে মাঠ নিচু হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি বলে জানিয়েছেন এলাকাবাসী।
হাসিবুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে এই মাঠেই মেলা হয়েছে। এলাকার স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান এই মাঠেই হয়ে থাকে। প্রতি রবি ও বৃহস্পতিবার বাজার বসে। বৃহস্পতিবার গরু-ছাগলের হাট বসে এই কাচারি মাঠেই। এক দিনের অল্প বৃষ্টিতেই থইথই করছে কাচারি মাঠ। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
মামুন আল গাইয়ুম বলেন, বটতলার এই কাচারি মাঠেই বসে গরুর হাট। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
আব্দুল হাকিম বলেন, একটু বৃষ্টি হলেই মাঠে থাকে হাঁটুপানি। কাচারিতে যাওয়াই যায় না।
দাওগাঁও ভূমি কার্যালয়ের নায়েব ফরিদ উদ্দিন বলেন, ‘আমি অল্প কিছুদিন হলো এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। কাচারির মাঠে পানি জমে থাকার ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
দাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা বলেন, বটতলা বাজারের কাচারি মাঠে মাটি ভরাট ও পানিনিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। ভারী বৃষ্টি হলে মাঝেমধ্যেই মাঠে পানি জমে। মাটি ভরাটের জন্য ভূমি অফিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কোনো এলাকার জন্য ভূমিসেবার অন্যতম স্থান হলো ইউনিয়ন পরিষদ ভূমি কার্যালয় বা কাচারি। মুক্তাগাছার স্থানীয় বাসিন্দাদের কাছে এটি কাচারি নামেই পরিচিত। প্রতিদিন ভূমিসেবার বিভিন্ন প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের আসতে হয় কাচারিতে। নানা প্রতিবন্ধকতায় এমনিতেই কাচারিতে ভোগান্তির শেষ নেই, তার ওপর আবার সামান্য বৃষ্টি হলেই পানিতে থইথই করে উপজেলার বটতলা কাচারি মাঠ। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছায় চরমে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১১টি কাচারির মধ্যে উল্লেখযোগ্য হলো দাওগাঁও ইউনিয়ন পরিষদ ভূমি কার্যালয়। খাজনা-খারিজ, তল্লাশি, সংশোধনসহ নানা কাজ নিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ এই কার্যালয়ে আসেন। এর পাশেই স্থানীয় হাসপাতাল ও গুরুত্বপূর্ণ বাজার। সব মিলিয়ে ইউনিয়নের প্রাণকেন্দ্র হলো বটতলা বাজার। আর এই বাজারের পাশে ভূমি কার্যালয় বা কাচারি মাঠ। অল্প বৃষ্টি হলেই মাঠে জমে হাঁটুপানি। প্রতিদিন ইউনিয়ন ভূমি কার্যালয়ে সকল শ্রেণি-পেশার মানুষের আনাগোনা থাকে। জমে থাকা পানির কারণে সেবা নিতে আসা সবাইকে পড়তে হয় ভোগান্তিতে। একদিকে পানিনিষ্কাশনে পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, অন্যদিকে মাঠ নিচু হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি বলে জানিয়েছেন এলাকাবাসী।
হাসিবুর রহমান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে এই মাঠেই মেলা হয়েছে। এলাকার স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান এই মাঠেই হয়ে থাকে। প্রতি রবি ও বৃহস্পতিবার বাজার বসে। বৃহস্পতিবার গরু-ছাগলের হাট বসে এই কাচারি মাঠেই। এক দিনের অল্প বৃষ্টিতেই থইথই করছে কাচারি মাঠ। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
মামুন আল গাইয়ুম বলেন, বটতলার এই কাচারি মাঠেই বসে গরুর হাট। বৃষ্টি হলেই জমে হাঁটুপানি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
আব্দুল হাকিম বলেন, একটু বৃষ্টি হলেই মাঠে থাকে হাঁটুপানি। কাচারিতে যাওয়াই যায় না।
দাওগাঁও ভূমি কার্যালয়ের নায়েব ফরিদ উদ্দিন বলেন, ‘আমি অল্প কিছুদিন হলো এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। কাচারির মাঠে পানি জমে থাকার ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
দাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা বলেন, বটতলা বাজারের কাচারি মাঠে মাটি ভরাট ও পানিনিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। ভারী বৃষ্টি হলে মাঝেমধ্যেই মাঠে পানি জমে। মাটি ভরাটের জন্য ভূমি অফিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে