ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্বল্পমূল্যে চাল ও আটা কিনতে ওএমএসের কেন্দ্রে ছুটছেন স্বল্প আয়ের মানুষ। পৌরসভার তিনটি স্থানে চলছে এ কার্যক্রম। স্বল্পমূল্যে চাল কিনতে ক্রেতাদের দীর্ঘ সারি। তবে চাহিদা বেশি থাকায় অনেককে ফিরতে হয়েছে শূন্য হাতে। বরাদ্দ বাড়ানোর দাবি ডিলারদের।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে পৌরসভার তিনটি কেন্দ্রে দেখা যায়, ওএমএসের কেন্দ্রগুলোতে কর্মহীন, স্বল্প আয়ের মানুষের উপচে পড়া ভিড়। অনেকে দীর্ঘ সময় ধরে সারিতে দাঁড়িয়ে আছেন।
পৌরসভার বাসস্টেশন এলাকার ওএমএস ডিলার এনামুল হক ইমরান জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল ও আটা বিক্রি করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৩০০ জন কিনছেন এই পণ্য। বর্তমানে চাল ও আটার মান খুব ভালো। বাজারে চাল ও আটার দাম বাড়তি। তাই তাঁরা ভিড় করছেন ওএমএসের কেন্দ্রে। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেককে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। চাপ সামাল দেওয়ার জন্য বরাদ্দ বাড়ানো জরুরি।
পৌর এলাকার বাসিন্দা হালিমা বেগম বলেন, ‘বাজারে নিম্নমানের চাল ও আটা ৫০ ও ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাই তিন দিন ধরে ওএমএসের চাল, আটা কিনতে এসেছি। কিন্তু শেষ পর্যন্ত কিনতে পারিনি। হতাশ হয়ে ফিরতে হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছি।’
জয়নাল খান বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রায়ই বাড়ছে। এতে জিনিসপত্রের ক্রয়ক্ষমতা স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ ছুটছেন খাদ্য অধিদপ্তরের আওতায় ন্যায্যমূল্যের খোলাবাজারে (ওএমএস) চাল-আটা কিনতে। তাই ওএমএসের দোকানে ক্রেতারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে চাল ও আটা কিনছেন। পৌর এলাকায় তিনটি ডিলারের দোকানে মানুষের ভিড় দেখা গেছে।’
ওএমএসের কেন্দ্রে চাল-আটা কিনতে আসা সুমাইয়া বেগম বলেন, ‘আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। কয়েক দিন ধরে কাজ নেই। তাই পাশের বাড়ির ভাবির কাছ থেকে টাকা ধার করে এখানে এসেছি।’
রহিম মাঝি বলেন, ‘বাজারে চালের দাম অনেক বেশি। এখানে একটু কম। তাই সারিতে দাঁড়িয়েছি। তবে এই ভিড়ে পাব কি না জানি না।’
ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, ‘গত লকডাউনে ধার করে সংসার চালিয়েছি। সেটা এখনো শোধ করতে পারিনি। তা ছাড়া আগের মতো রোজগারও নেই। বাজার থেকে চাল-আটা কেনা দায় হয়ে পড়েছে।’
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার ডামুড্যা পৌর এলাকায় ২১ জানুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট, ডামুড্যা বাসস্টেশন মোড় ও ধানহাটা সেতু এলাকায় মুন্সির রাইস মিলে খোলাবাজারে চাল ও আটা বিক্রি শুরু হয়।
ডামুড্যা উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নূরুল হক বলেন, ‘ডামুড্যা পৌরশহরে সপ্তাহে ছয় দিন তিন মেট্রিক টন করে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি করে চাল ও ১৮ টাকা কেজি দরে পাঁচ কেজি করে আটা কিনতে পারবেন ক্রেতারা। বরাদ্দ কম-বেশি করার ক্ষমতা আমাদের নেই। তা ছাড়া বরাদ্দ বাড়ালে ভালো।’
বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্বল্পমূল্যে চাল ও আটা কিনতে ওএমএসের কেন্দ্রে ছুটছেন স্বল্প আয়ের মানুষ। পৌরসভার তিনটি স্থানে চলছে এ কার্যক্রম। স্বল্পমূল্যে চাল কিনতে ক্রেতাদের দীর্ঘ সারি। তবে চাহিদা বেশি থাকায় অনেককে ফিরতে হয়েছে শূন্য হাতে। বরাদ্দ বাড়ানোর দাবি ডিলারদের।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে পৌরসভার তিনটি কেন্দ্রে দেখা যায়, ওএমএসের কেন্দ্রগুলোতে কর্মহীন, স্বল্প আয়ের মানুষের উপচে পড়া ভিড়। অনেকে দীর্ঘ সময় ধরে সারিতে দাঁড়িয়ে আছেন।
পৌরসভার বাসস্টেশন এলাকার ওএমএস ডিলার এনামুল হক ইমরান জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল ও আটা বিক্রি করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৩০০ জন কিনছেন এই পণ্য। বর্তমানে চাল ও আটার মান খুব ভালো। বাজারে চাল ও আটার দাম বাড়তি। তাই তাঁরা ভিড় করছেন ওএমএসের কেন্দ্রে। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেককে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। চাপ সামাল দেওয়ার জন্য বরাদ্দ বাড়ানো জরুরি।
পৌর এলাকার বাসিন্দা হালিমা বেগম বলেন, ‘বাজারে নিম্নমানের চাল ও আটা ৫০ ও ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাই তিন দিন ধরে ওএমএসের চাল, আটা কিনতে এসেছি। কিন্তু শেষ পর্যন্ত কিনতে পারিনি। হতাশ হয়ে ফিরতে হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছি।’
জয়নাল খান বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রায়ই বাড়ছে। এতে জিনিসপত্রের ক্রয়ক্ষমতা স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ ছুটছেন খাদ্য অধিদপ্তরের আওতায় ন্যায্যমূল্যের খোলাবাজারে (ওএমএস) চাল-আটা কিনতে। তাই ওএমএসের দোকানে ক্রেতারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে চাল ও আটা কিনছেন। পৌর এলাকায় তিনটি ডিলারের দোকানে মানুষের ভিড় দেখা গেছে।’
ওএমএসের কেন্দ্রে চাল-আটা কিনতে আসা সুমাইয়া বেগম বলেন, ‘আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। কয়েক দিন ধরে কাজ নেই। তাই পাশের বাড়ির ভাবির কাছ থেকে টাকা ধার করে এখানে এসেছি।’
রহিম মাঝি বলেন, ‘বাজারে চালের দাম অনেক বেশি। এখানে একটু কম। তাই সারিতে দাঁড়িয়েছি। তবে এই ভিড়ে পাব কি না জানি না।’
ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, ‘গত লকডাউনে ধার করে সংসার চালিয়েছি। সেটা এখনো শোধ করতে পারিনি। তা ছাড়া আগের মতো রোজগারও নেই। বাজার থেকে চাল-আটা কেনা দায় হয়ে পড়েছে।’
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার ডামুড্যা পৌর এলাকায় ২১ জানুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট, ডামুড্যা বাসস্টেশন মোড় ও ধানহাটা সেতু এলাকায় মুন্সির রাইস মিলে খোলাবাজারে চাল ও আটা বিক্রি শুরু হয়।
ডামুড্যা উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নূরুল হক বলেন, ‘ডামুড্যা পৌরশহরে সপ্তাহে ছয় দিন তিন মেট্রিক টন করে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি করে চাল ও ১৮ টাকা কেজি দরে পাঁচ কেজি করে আটা কিনতে পারবেন ক্রেতারা। বরাদ্দ কম-বেশি করার ক্ষমতা আমাদের নেই। তা ছাড়া বরাদ্দ বাড়ালে ভালো।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে