Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার হামলা

গজারিয়া (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১: ০০
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার হামলা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গত মঙ্গলবার লক্ষ্মীপুরা গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরা গ্রামের প্রাথমিক সরকারি বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল প্রতীকের গণসংযোগকালে নৌকা প্রতীক সমর্থক সুমন গং মোটরসাইকেল সমর্থক নারী কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল সমর্থক ৪ নারী কর্মীর মোবাইল ছিনিয়ে নেয় এবং ৬ জনকে মারধর করে।

আহতরা হলেন আফজাল হোসেন বাবু, মোহাম্মদ জয়, আফিয়া, মাফি শাহনাজ ও মফিদা বেগম।

স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন বলেন, ‘নির্বাচনী প্রচারের সময় আমার কর্মীর ওপর অতর্কিত হামলা চালায় এবং একাধিক কর্মীকে আহত করে কয়েকজনের মোবাইল ছিনিয়ে নেয়।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন বলেন, ‘এ বিষয়ে প্রতিপক্ষের লোকজন নগ্নভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। এটা একটি সাজানো নাটক।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন বলেন, অভিযুক্ত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ বলেন, উভয় প্রার্থীকে ডেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত