Ajker Patrika

বিনয় বিজয়ের সোপান

ড. মুফতী মুহাম্মদ গোলাম রব্বানী
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬: ০৮
বিনয় বিজয়ের সোপান

বিনয়, নম্রতা ও সদাচরণ মানুষের জীবনের অমূল্য সম্পদ। আল্লাহ তাআলা যাঁকে বিনয়ী হওয়ার গুণ দান করেছেন সে অনেক বড় সম্পদ পেয়েছেন। এ সম্পদ কাজে লাগিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। মুসলিম শরিফে এসেছে, ‘যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয় আল্লাহ তাঁকে উচ্চ মর্যাদা দান করেন।’ এ মর্যাদা আখেরাতে তো পাবেই, দুনিয়াতেও পাবে। আমি শতবার দেখেছি, যে কাজটি দাপট, ক্ষমতা, বলপ্রয়োগের মাধ্যমে করা সম্ভব হয়নি, তা বিনয়ের সঙ্গে বলার কারণে হয়ে যাচ্ছে।

বিনয়ী হওয়ার অর্থ কারও কাছে নিজেকে ছোট ও নগণ্য হিসেবে উপস্থাপন করা, যদিও সে মর্যাদায় বড়। এর মাধ্যমে অন্যের মন জয় করা যায়। আর কারও মন জয় করে নিতে পারলে তার কাছ থেকে সহজেই সব কিছু আদায় করে নেওয়া যায়। হজরত ওমর (রা.) যখন জেরুজালেম যাচ্ছিলেন তখন পালাক্রমে একবার নিজে বাহনে চড়ছিলেন, আরেকবার তাঁর চাকরকে চড়াচ্ছিলেন। জেরুজালেম যখন পৌঁছালেন তখন পালা হিসেবে চাকর বসা ছিলেন বাহনে আর ওমর (রা.) চলছিলেন হেঁটে। ওমর (রা.)-এর এমন বিনয় দেখে অমুসলিমরা জেরুজালেমের চাবি বিনা শক্তিপ্রয়োগে তাঁর হাতে অর্পণ করল। বিজয়ী হলেন হজরত ওমর (রা.); জয় হলো বিনয়ের।

বিনয়ের বিপরীত হলো অহংকার। অহংকারের অর্থ হলো নিজেকে অন্যের তুলনায় ক্ষমতা বা দাপটের দিক থেকে বড় মনে করা। আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। অহংকারী ব্যক্তি জীবনের কোনো একপর্যায়ে এসে পতনের মুখ দেখবেই। অহংকার থেকে বের হয়ে এসে বিনয়ের গুণার্জন করার জন্য পরিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। যে ৯ বছর বয়সেই এ গুণ অর্জন করতে পারে না, পরবর্তী সময়ে তার পক্ষে বিনয়ী হওয়া কঠিন হয়ে যায়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিনয় নিজের মধ্যে আনার জন্য বিনয়ীদের সাহচর্য অনেক জরুরি।

বিনয়ী ব্যক্তি অন্যের কথা পূর্ণ মনোযোগ দিয়ে শোনে। অন্যের কথা বলার মাঝখানে কথা বলে না। অন্যকে হেয় করে কথা বলে না। আঘাত দেয় এমন কথা ও কাজ থেকে বিরত থাকে। বিনয়ী ব্যক্তি অন্যের প্রশংসা করে। কোনো বিষয় না জানলে তা স্বীকার করতে লজ্জা পায় না। বিনয়ের কারণে তাকে কেউ ছোট মনে করলেও দিন শেষে বিনয়ী ব্যক্তিই মর্যাদার আসনে সমাসীন হয়।

লেখক: অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত