খোকসায় লক্ষ্যমাত্রার বেশি সরিষার আবাদ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ১০
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৪

কুষ্টিয়ার খোকসায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। উপজলা কৃষি কার্যালয় বলছে, এ উপজেলার মাটি ও আবহাওয়া সরিষা চাষের অতি উপযোগী। তা ছাড়া সামান্য পরিচর্যা আর কম খরচে চাষ করা যায় বলে উপজেলার কৃষকদের মাঝে সরিষা চাষের আগ্রহ বাড়ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যকার ২৮টি ব্লকে সরিষার বেশি আবাদ হয়েছে। শিমুলিয়া ইউনিয়নে ৯০ হেক্টর, জয়ন্তীহাজরা ইউনিয়নে ৮০ হেক্টর, বেতবাড়িয়া ইউনিয়নে ৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ ছাড়া ওসমানপুর ইউনিয়নেও সরিষার বাম্পার আবাদ হয়েছে। এবার উপজেলায় সরিষা আবাদের লক্ষমাত্রা ছিল ৩৬৫ হেক্টর। এদিকে আবাদ হয়েছে ৫১০ হেক্টর জমিতে।

আরও জানা গেছে, এ বছর উপজেলায় বাছাইকৃত ৪০০ কৃষককে উন্নত জাতের বীজ, সারসহ কৃষকদের বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া সরিষার জমিতে মৌবক্স বসিয়ে মধু সংগ্রহ করায় সরিষার ফলন বেশি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, খোকসা পৌর এলাকা, শিমুলিয়া, জয়ন্তীহাজরা, বেতবাড়িয়া এবং ওসমানপুর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার আবাদ হয়েছে।

কৃষকেরা জানান, আবহাওয়া অনুকুলে থাকলে ফলন ভালো হবে। এক বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয়েছে সর্বোচ্চ ৩ হাজার টাকা। শুধু বীজ ও সামান্য সার দিলেই সরিষা আবাদ করা যায়। বিঘাপ্রতি ফলন পাওয়া যায় ৭ মণ, যার বাজারমূল্য মণপ্রতি প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা বলেন, ‘সরিষা চাষে খোকসার কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। কৃষির ক্ষেত্রে এটি আরেকটি সাফল্য। মাত্র ৭০ দিনে ফসল উৎপাদন হয়। তা ছাড়া সরিষা চাষে খরচ খুবই কম।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত