Ajker Patrika

সিলেটে ফারুকের আয় বেড়েছে, স্বপনের ব্যাংকঋণ

সিলেট প্রতিনিধি
সিলেটে ফারুকের আয় বেড়েছে, স্বপনের ব্যাংকঋণ

দ্বিতীয় ধাপে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট ২১ মে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ফারুক আহমদ এবং জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন। গত ৫ বছরে এ দুই প্রার্থীর হলফনামায় এসেছে অনেক পরিবর্তন। এ সময়ে ফারুকের আয় বেড়েছে প্রায় ৩০ গুণ। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বপনের ব্যাংকঋণ বেড়েছে ১ কোটি ৪০ লাখ টাকা।

বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ ৫ বছর আগে ব্যবসায়ী ছিলেন। এ বছর হলফনামায় পেশা উল্লেখ করেছেন উপজেলা চেয়ারম্যান পদে কর্মরত। শেয়ার ও চাকরি থেকে তাঁর বছরে আয় ৪৪ লাখ ৮০ হাজার টাকা। নির্ভরশীলদের আয় ২০ লাখ টাকা। ৫ বছর আগে এ আওয়ামী লীগ নেতার বার্ষিক আয় ছিল ১ লাখ ৫০ হাজার টাকা, নির্ভরশীলদের ২ লাখ ৬০ হাজার টাকা। 

৫ বছরে ফারুকের অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় ১১ গুণ। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ ৪৪ লাখ ২০ হাজার টাকা ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণ। আগে ছিল ৪ লাখ ১৫ হাজার টাকা ও স্ত্রীর অলংকারাদি ৭০ হাজার টাকা। তবে এই ৫ বছরে কমেছে স্থাবর সম্পদ। তাঁর বর্তমান স্থাবর সম্পদ ১৯ হাজার ও নির্ভরশীলদের ৩৩ হাজার টাকা, যা আগে ছিল ৭ লাখ ১৯ হাজার টাকা ও নির্ভরশীলদের ৩৩ হাজার টাকা। 

ফারুকের প্রতিদ্বন্দ্বী স্বপন চারটি মামলার আসামি। তাঁর বার্ষিক আয় ৫৬ হাজার টাকা বেড়েছে। ব্যবসা থেকে তাঁর বছরে আয় ৩ লাখ ৮০ হাজার টাকা ও নির্ভরশীলদের আয় ৫০ হাজার টাকা। তিনি ৫ বছর আগে চাকরি থেকে বছরে ৩ লাখ ২৪ হাজার টাকা ও পরিবারের বাড়ি থেকে ৩০ হাজার টাকা আয় করতেন। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ১৮ লাখ ও স্ত্রীর ২ লাখ টাকার অলংকারাদি এবং নির্ভরশীলদের ২ লাখ টাকা আছে। স্থাবর সম্পদ ৩৬ লাখ ৪৬ হাজার টাকা, যা আগে ছিল ৩৬ লাখ ৭৬ হাজার। 

বহিষ্কৃত বিএনপির নেতা স্বপনের ব্যাংকঋণ ৫ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৪৯৩ টাকা, যা আগে ছিল ৩ কোটি ৯৯ লাখ ৬১ হাজার ১৩৭ টাকা। অর্থাৎ ৫ বছরে তাঁর ব্যাংকঋণ বেড়েছে ১ কোটি ৪০ লাখ টাকার কিছু বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত