বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেক দিন মঞ্চ থেকে দূরে ছিলেন রুনা লায়লা। মঞ্চের সামনে বসে সরাসরি তাঁর গান শোনার সুযোগ তাই অনেক দিন পাননি শ্রোতারা। করোনা শুরুর পর থেকে নিজেকে ঘরবন্দী করে রেখেছিলেন। সর্বশেষ দুই বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর অনুষ্ঠানে গেয়েছিলেন। এরপর আবারও মঞ্চ থেকে বিরতি নেন।
মা দিবস উপলক্ষে এবার মঞ্চে পাওয়া গেল রুনা লায়লাকে। ওই দিন রাজধানীর র্যাডিসন হোটেলে একটি এয়ারলাইনসের বাৎসরিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। রাত ৯টায় মঞ্চে উঠে শুরুতেই শোনান জনপ্রিয় গান ‘যখন থামবে কোলাহল’। এরপর দর্শকের অনুরোধে কয়েকটি আরবি গান পরিবেশন করেন। তাঁর কণ্ঠে ‘কসাই’ সিনেমার জনপ্রিয় গান ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না’ শুনে উদ্বেলিত হন দর্শকেরা। এ সময় গ্যালারি থেকে অনেকেই স্টেজে উঠে এসে রুনা লায়লার সঙ্গে নেচে-গেয়ে মুহূর্তটি আরও উপভোগ্য করে তোলেন।
এরপর রুনা লায়লা শোনান ‘বাত কারনি মুঝে মুশকিল’, ‘রানজিস হি সাহি’ ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’সহ আরও কয়েকটি গান। দর্শকের অনুরোধে শোনান ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’। এ সময় হলজুড়ে উপস্থিত দর্শক নেচে-গেয়ে উপভোগ করেন রুনা লায়লার অনবদ্য পারফরম্যান্স। অনুষ্ঠানের শেষের দিকে শোনান ‘দামাদাম মাস্ত কালান্দার’ গানটি।
দীর্ঘদিন পর মঞ্চে ফেরা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘অনেক দিন পর স্টেজ শোতে গেয়ে ভীষণ ভালো লাগল। সত্যি বলতে কি, যেকোনো শিল্পী তো স্টেজেই গান গাইতে বেশি ভালোবাসে। দর্শকদের সবাই ভালো লাগা নিয়ে আমার গান শুনেছেন, উপভোগ করেছেন। তাঁদের উচ্ছ্বাস দেখে আমারও ভালো লেগেছে।’
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে রুনা লায়লার গান গাওয়ার কথা রয়েছে। অর্ণব ও ইমন চৌধুরীর সংগীতায়োজনে নতুনভাবে শোনা যাবে তাঁর জনপ্রিয় একটি গান। কোক স্টুডিও বাংলা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে। আমি রাজি হয়েছি। খুব ভালো উদ্যোগ। ভারত ও পাকিস্তানে অনেক দিন ধরে হচ্ছে। বাংলাদেশে শুরু হওয়াতে ভালো হচ্ছে। এই প্ল্যাটফর্ম গানগুলো নতুন করে সংগীতায়োজন করে প্রচারের উদ্যোগ নিয়েছে। সুন্দর আয়োজনে ভিডিও হচ্ছে। ভালোই হচ্ছে। এতে করে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসবে। বিশ্ব প্রেক্ষাপটে নিজেদের মেলে ধরতে পারবে।’
অনেক দিন মঞ্চ থেকে দূরে ছিলেন রুনা লায়লা। মঞ্চের সামনে বসে সরাসরি তাঁর গান শোনার সুযোগ তাই অনেক দিন পাননি শ্রোতারা। করোনা শুরুর পর থেকে নিজেকে ঘরবন্দী করে রেখেছিলেন। সর্বশেষ দুই বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর অনুষ্ঠানে গেয়েছিলেন। এরপর আবারও মঞ্চ থেকে বিরতি নেন।
মা দিবস উপলক্ষে এবার মঞ্চে পাওয়া গেল রুনা লায়লাকে। ওই দিন রাজধানীর র্যাডিসন হোটেলে একটি এয়ারলাইনসের বাৎসরিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। রাত ৯টায় মঞ্চে উঠে শুরুতেই শোনান জনপ্রিয় গান ‘যখন থামবে কোলাহল’। এরপর দর্শকের অনুরোধে কয়েকটি আরবি গান পরিবেশন করেন। তাঁর কণ্ঠে ‘কসাই’ সিনেমার জনপ্রিয় গান ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না’ শুনে উদ্বেলিত হন দর্শকেরা। এ সময় গ্যালারি থেকে অনেকেই স্টেজে উঠে এসে রুনা লায়লার সঙ্গে নেচে-গেয়ে মুহূর্তটি আরও উপভোগ্য করে তোলেন।
এরপর রুনা লায়লা শোনান ‘বাত কারনি মুঝে মুশকিল’, ‘রানজিস হি সাহি’ ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’সহ আরও কয়েকটি গান। দর্শকের অনুরোধে শোনান ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’। এ সময় হলজুড়ে উপস্থিত দর্শক নেচে-গেয়ে উপভোগ করেন রুনা লায়লার অনবদ্য পারফরম্যান্স। অনুষ্ঠানের শেষের দিকে শোনান ‘দামাদাম মাস্ত কালান্দার’ গানটি।
দীর্ঘদিন পর মঞ্চে ফেরা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘অনেক দিন পর স্টেজ শোতে গেয়ে ভীষণ ভালো লাগল। সত্যি বলতে কি, যেকোনো শিল্পী তো স্টেজেই গান গাইতে বেশি ভালোবাসে। দর্শকদের সবাই ভালো লাগা নিয়ে আমার গান শুনেছেন, উপভোগ করেছেন। তাঁদের উচ্ছ্বাস দেখে আমারও ভালো লেগেছে।’
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে রুনা লায়লার গান গাওয়ার কথা রয়েছে। অর্ণব ও ইমন চৌধুরীর সংগীতায়োজনে নতুনভাবে শোনা যাবে তাঁর জনপ্রিয় একটি গান। কোক স্টুডিও বাংলা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে। আমি রাজি হয়েছি। খুব ভালো উদ্যোগ। ভারত ও পাকিস্তানে অনেক দিন ধরে হচ্ছে। বাংলাদেশে শুরু হওয়াতে ভালো হচ্ছে। এই প্ল্যাটফর্ম গানগুলো নতুন করে সংগীতায়োজন করে প্রচারের উদ্যোগ নিয়েছে। সুন্দর আয়োজনে ভিডিও হচ্ছে। ভালোই হচ্ছে। এতে করে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসবে। বিশ্ব প্রেক্ষাপটে নিজেদের মেলে ধরতে পারবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪