ক্রীড়া ডেস্ক
৩৬ বছর পর বিশ্বকাপে ফিরেছে কানাডা। কানাডীয়দের পাশাপাশি এই খবরে উচ্ছ্বসিত হতে দেখা গেছে আর্জেন্টাইন সমর্থকদেরও। শেষবার কানাডা যখন বিশ্বকাপ খেলেছিল, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনাই। এরপর পৃথিবীতে অনেক কিছু বদলে গেলেও কানাডার যেমন বিশ্বকাপে ফেরা হয়নি, আর্জেন্টিনারও জেতা হয়নি তৃতীয় বিশ্বকাপ।
১৯৮৬ সালের বিশ্বকাপে অনেকটা একক কৃতিত্বে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই কাজটা এবার করে দেখাতে হবে লিওনেল মেসিকে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা এখনো দূরের বাতিঘর হলেও কানাডার ফের বিশ্বকাপ খেলাটা এখন নিশ্চিত।
টরন্টোর বিএমও ফিল্ডে গত পরশু ম্যাক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো শেষ বাঁশি বাজাতেই কানাডীয়দের উল্লাস ছিল বাঁধভাঙা! যিনি যাঁকে সামনে পাচ্ছেন, জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছেন। তাঁদের দুচোখ বেয়ে ঝরছে আনন্দাশ্রু। যেন হয়ে উঠেছিল স্বপ্নপূরণের মঞ্চ। দীর্ঘ ৩৬ বছরের এক দীর্ঘশ্বাস যেন মুহূর্তেই কেটেছে কানাডার! বিশ্বকাপ নিশ্চিত করা ম্যাচে জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
অথচ এই বাছাইপর্বের অর্ধেক ম্যাচে দলের সেরা খেলোয়াড় আলফানসো ডেভিসকে পায়নি কানাডা। চোটে পড়া ডেভিস ১৪ ম্যাচের ৭টিতে খেলতে পেরেছিলেন। তবে ডেভিসের না থাকাটাও কানাডার বিশ্বকাপ খেলার পথে বাধা হতে পারেনি। দল বিশ্বকাপ নিশ্চিত করায় উচ্ছ্বসিত কানাডার কোচ জন হার্ডম্যান বলেন, ‘আমরা বিশ্বকাপে গিয়েছি। এটা ফুটবলপ্রেমী দেশ। আমি দায়িত্ব নিয়েই বলেছিলাম, “আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছি।” আমার মনে হয় না, তারা আমার কথা বিশ্বাস করেছিল। আমার মনে হয় না এই দেশের কেউ আমাদের ওপর বিশ্বাস রেখেছিল। কারণ, আমরা বিশ্বাস করানোর মতো কিছু করিনি। এখন তারা আমাদের বিশ্বাস করবে।’
৩৬ বছর পর বিশ্বকাপে ফিরেছে কানাডা। কানাডীয়দের পাশাপাশি এই খবরে উচ্ছ্বসিত হতে দেখা গেছে আর্জেন্টাইন সমর্থকদেরও। শেষবার কানাডা যখন বিশ্বকাপ খেলেছিল, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনাই। এরপর পৃথিবীতে অনেক কিছু বদলে গেলেও কানাডার যেমন বিশ্বকাপে ফেরা হয়নি, আর্জেন্টিনারও জেতা হয়নি তৃতীয় বিশ্বকাপ।
১৯৮৬ সালের বিশ্বকাপে অনেকটা একক কৃতিত্বে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই কাজটা এবার করে দেখাতে হবে লিওনেল মেসিকে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার সম্ভাবনা এখনো দূরের বাতিঘর হলেও কানাডার ফের বিশ্বকাপ খেলাটা এখন নিশ্চিত।
টরন্টোর বিএমও ফিল্ডে গত পরশু ম্যাক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো শেষ বাঁশি বাজাতেই কানাডীয়দের উল্লাস ছিল বাঁধভাঙা! যিনি যাঁকে সামনে পাচ্ছেন, জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছেন। তাঁদের দুচোখ বেয়ে ঝরছে আনন্দাশ্রু। যেন হয়ে উঠেছিল স্বপ্নপূরণের মঞ্চ। দীর্ঘ ৩৬ বছরের এক দীর্ঘশ্বাস যেন মুহূর্তেই কেটেছে কানাডার! বিশ্বকাপ নিশ্চিত করা ম্যাচে জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
অথচ এই বাছাইপর্বের অর্ধেক ম্যাচে দলের সেরা খেলোয়াড় আলফানসো ডেভিসকে পায়নি কানাডা। চোটে পড়া ডেভিস ১৪ ম্যাচের ৭টিতে খেলতে পেরেছিলেন। তবে ডেভিসের না থাকাটাও কানাডার বিশ্বকাপ খেলার পথে বাধা হতে পারেনি। দল বিশ্বকাপ নিশ্চিত করায় উচ্ছ্বসিত কানাডার কোচ জন হার্ডম্যান বলেন, ‘আমরা বিশ্বকাপে গিয়েছি। এটা ফুটবলপ্রেমী দেশ। আমি দায়িত্ব নিয়েই বলেছিলাম, “আমরা বিশ্বকাপে খেলতে যাচ্ছি।” আমার মনে হয় না, তারা আমার কথা বিশ্বাস করেছিল। আমার মনে হয় না এই দেশের কেউ আমাদের ওপর বিশ্বাস রেখেছিল। কারণ, আমরা বিশ্বাস করানোর মতো কিছু করিনি। এখন তারা আমাদের বিশ্বাস করবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে