শান্তিগঞ্জ ও জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতেরা হলো, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (২), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯) এবং লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮)।
গতকাল সোমবার বিকেলে সরেজমিনে মোল্লারগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, নিহতদের পরিবারে কান্নার আহারাজি চলছে। কান্না যেন থামছে না। নিহত শিশু নিলয়ের মা বারবার কান্নায় মাটিতে লুটে পড়ছেন। একইভাবে শিশু খোকন দাস ও প্রনব দাসে পরিবারের চলছে মাতম। তিন শিশুর মৃত্যুতে গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের শিশু নিলয় দাসের বাবা সমীরণ দাস কান্না জড়িত কণ্ঠে বলেন, হাসি-খুশি হয়ে মনে বাড়ি থেকে তার কাকার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে আমার ছেলে ও ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে মাইক্রোবাসযোগে বরযাত্রী আসেন শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির মাইক্রোবাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ির ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় মাইক্রো বাসে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রো ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শান্তিগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহতেরা হলো, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (২), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯) এবং লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮)।
গতকাল সোমবার বিকেলে সরেজমিনে মোল্লারগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, নিহতদের পরিবারে কান্নার আহারাজি চলছে। কান্না যেন থামছে না। নিহত শিশু নিলয়ের মা বারবার কান্নায় মাটিতে লুটে পড়ছেন। একইভাবে শিশু খোকন দাস ও প্রনব দাসে পরিবারের চলছে মাতম। তিন শিশুর মৃত্যুতে গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের শিশু নিলয় দাসের বাবা সমীরণ দাস কান্না জড়িত কণ্ঠে বলেন, হাসি-খুশি হয়ে মনে বাড়ি থেকে তার কাকার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছে আমার ছেলে ও ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে মাইক্রোবাসযোগে বরযাত্রী আসেন শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির মাইক্রোবাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ির ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় মাইক্রো বাসে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রো ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে