রাশেদ রাব্বি, ঢাকা
স্তন ক্যানসারে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার পারুল বেগমের স্বাভাবিক জীবনযাপনের জন্য রেডিয়েশন (বিকিরণ) সেবা নেওয়া জরুরি। কিন্তু জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে মাসের পর মাস ঘুরেও তিনি সেবা পাচ্ছেন না। গত ১২ জুলাই এবং পরে ১১ অক্টোবর দুই দফা গিয়ে তাঁকে সেবা ছাড়াই ফিরে যেতে হয়। তাঁর ব্যবস্থাপত্রে হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দেয়, ‘দুঃখিত, রেডিওলজির কার্ড খালি নেই।’ কবে কার্ড খালি পাওয়া যাবে কিংবা আদৌ পাওয়া যাবে কি না, তা-ও কেউ জানেন না।
দুই বছর ধরে ওই হাসপাতালের টিকিটে ‘যন্ত্রের স্বল্পতায় সেবা দেওয়া সম্ভব নয়’ লেখাসংবলিত সিল মেরে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
কারণ, এই দুই বছর হাসপাতালের ছয়টি বিকিরণ যন্ত্রের পাঁচটিই বিকল ছিল। হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগ সূত্রে জানা গেছে, গত প্রায় ২৫ মাসে একটি লিনিয়ার এক্সিলারেটর (এল-৩) থেমে থেমে সেবা দিয়ে আসছে। আরেকটি লিনিয়ার (এল-ও) মেরামতের পর তিন সপ্তাহ ধরে চলতে শুরু করেছে। বর্তমানে এই দুটি বিকিরণ যন্ত্রে ক্যানসারে আক্রান্ত প্রায় ১৫০ রোগীকে প্রতিদিন সেবা দেওয়া হচ্ছে। তবে চারটি যন্ত্র বিকল থাকায় এখনো দৈনিক সেবা বঞ্চিত হচ্ছে ৪৫০-৫৫০ রোগী। আগে প্রতিদিন ছয়টি যন্ত্রে ৬০০-৭০০ রোগী সেবা পেত। দীর্ঘদিন মাত্র ৮০ থেকে ১০০ জন রোগীকে দৈনিক সেবা দেওয়া হয়। বর্তমানে ১৫০ রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। সেই হিসাবে গত দুই বছরে লক্ষাধিক রোগী বিকিরণ সেবা বঞ্চিত হয়েছে।
রোগীদের বঞ্চনা ও যন্ত্রণার বিষয়টি স্বীকার করেছেন খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকিরণ যন্ত্র নষ্ট থাকায় রোগীরা অসহনীয় যন্ত্রণায় পড়েছেন।
এদিকে সিটি সিমুলেটর নষ্ট থাকায় বর্তমানে রোগীদের বিকিরণ দেওয়া হচ্ছে অনেকটা অনুমানের ভিত্তিতে। অন্যদিকে দুটি বিকিরণ যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হলেও সেগুলো কবে পাওয়া যাবে, তা নিশ্চিত নয়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এরই মধ্যে দুটি যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। একটির পিএসআই (প্রি শিপমেন্ট ইন্সপেকশন) চলছে। আশা করছি, সেটি এ বছরেই চলে আসবে। তবে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব হচ্ছে না।’
জানা যায়, হাসপাতালের ছয়টি যন্ত্রের মধ্যে দুটি কোবাল্ট এবং বাকি চারটি লিনিয়ার এক্সিলেটর। চলতি বছরের শুরুর দিকে সব যন্ত্রই বিকল ছিল। ফলে গত ৬ মাস কোনো নতুন রোগীকে রেডিয়েশন সেবায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই সময়ে সব রোগীকে বেসরকারি হাসপাতালে গিয়ে রেডিয়েশন নিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নিজামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। হাসপাতাল থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে আছেন।
সংশ্লিষ্ট একাধিক চিকিৎসক জানান, ক্যানসারে আক্রান্ত প্রায় প্রত্যেক রোগীর চিকিৎসার একপর্যায়ে বিকিরণ সেবা লাগে। রেডিয়েশন যন্ত্রের অপর্যাপ্ততায় রোগীদের চিকিৎসা অসম্পূর্ণ রেখেই চলে যেতে হচ্ছে।
জানা যায়, জাতীয় ক্যানসার হাসপাতালে কোবাল্ট-৬০ যন্ত্রে একবার বিকিরণ পেতে রোগীর ব্যয় হয় মাত্র ১০০ টাকা। লিনিয়ার যন্ত্রে থেরাপি পেতে লাগে ২০০ টাকা। এ ছাড়া রেডিয়েশন থেরাপির প্ল্যানিং ফি ৫০০ থেকে ১৫০০ টাকা। একজন রোগীকে রেডিওথেরাপির একটি কোর্স সম্পন্ন করতে ছয়বার থেরাপি নিতে ব্যয় হয় সর্বোচ্চ ৬ হাজার ৫০০ টাকা। অন্যদিকে বেসরকারি হাসপাতালে একই সেবা (কোবাল্ট যন্ত্রে) পেতে লাগে কমপক্ষে ৮৭ হাজার টাকা। একই থেরাপি লিনিয়ার যন্ত্রে নিতে লাগে ১ লাখ ২২ হাজার টাকা।
এ বিষয়ে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী বলেন, বেশির ভাগ ক্যানসারের ক্ষেত্রে রোগীকে সুস্থ করতে কেমোথেরাপির পাশাপাশি রেডিওথেরাপি দিতে হয়। যেমন স্তন ক্যানসার, জরায়ু ক্যানসারে আক্রান্ত রোগীর চিকিৎসায় রেডিওথেরাপি আবশ্যক। অনেক ধরনের ক্যানসারের চিকিৎসা শুধু কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিয়েই সম্পন্ন করা সম্ভব। অনেক রোগীর পক্ষে বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। এতে তাদের মৃত্যুঝুঁকি বাড়ে।
স্তন ক্যানসারে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার পারুল বেগমের স্বাভাবিক জীবনযাপনের জন্য রেডিয়েশন (বিকিরণ) সেবা নেওয়া জরুরি। কিন্তু জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে মাসের পর মাস ঘুরেও তিনি সেবা পাচ্ছেন না। গত ১২ জুলাই এবং পরে ১১ অক্টোবর দুই দফা গিয়ে তাঁকে সেবা ছাড়াই ফিরে যেতে হয়। তাঁর ব্যবস্থাপত্রে হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দেয়, ‘দুঃখিত, রেডিওলজির কার্ড খালি নেই।’ কবে কার্ড খালি পাওয়া যাবে কিংবা আদৌ পাওয়া যাবে কি না, তা-ও কেউ জানেন না।
দুই বছর ধরে ওই হাসপাতালের টিকিটে ‘যন্ত্রের স্বল্পতায় সেবা দেওয়া সম্ভব নয়’ লেখাসংবলিত সিল মেরে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
কারণ, এই দুই বছর হাসপাতালের ছয়টি বিকিরণ যন্ত্রের পাঁচটিই বিকল ছিল। হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগ সূত্রে জানা গেছে, গত প্রায় ২৫ মাসে একটি লিনিয়ার এক্সিলারেটর (এল-৩) থেমে থেমে সেবা দিয়ে আসছে। আরেকটি লিনিয়ার (এল-ও) মেরামতের পর তিন সপ্তাহ ধরে চলতে শুরু করেছে। বর্তমানে এই দুটি বিকিরণ যন্ত্রে ক্যানসারে আক্রান্ত প্রায় ১৫০ রোগীকে প্রতিদিন সেবা দেওয়া হচ্ছে। তবে চারটি যন্ত্র বিকল থাকায় এখনো দৈনিক সেবা বঞ্চিত হচ্ছে ৪৫০-৫৫০ রোগী। আগে প্রতিদিন ছয়টি যন্ত্রে ৬০০-৭০০ রোগী সেবা পেত। দীর্ঘদিন মাত্র ৮০ থেকে ১০০ জন রোগীকে দৈনিক সেবা দেওয়া হয়। বর্তমানে ১৫০ রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। সেই হিসাবে গত দুই বছরে লক্ষাধিক রোগী বিকিরণ সেবা বঞ্চিত হয়েছে।
রোগীদের বঞ্চনা ও যন্ত্রণার বিষয়টি স্বীকার করেছেন খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকিরণ যন্ত্র নষ্ট থাকায় রোগীরা অসহনীয় যন্ত্রণায় পড়েছেন।
এদিকে সিটি সিমুলেটর নষ্ট থাকায় বর্তমানে রোগীদের বিকিরণ দেওয়া হচ্ছে অনেকটা অনুমানের ভিত্তিতে। অন্যদিকে দুটি বিকিরণ যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হলেও সেগুলো কবে পাওয়া যাবে, তা নিশ্চিত নয়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এরই মধ্যে দুটি যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। একটির পিএসআই (প্রি শিপমেন্ট ইন্সপেকশন) চলছে। আশা করছি, সেটি এ বছরেই চলে আসবে। তবে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব হচ্ছে না।’
জানা যায়, হাসপাতালের ছয়টি যন্ত্রের মধ্যে দুটি কোবাল্ট এবং বাকি চারটি লিনিয়ার এক্সিলেটর। চলতি বছরের শুরুর দিকে সব যন্ত্রই বিকল ছিল। ফলে গত ৬ মাস কোনো নতুন রোগীকে রেডিয়েশন সেবায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই সময়ে সব রোগীকে বেসরকারি হাসপাতালে গিয়ে রেডিয়েশন নিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নিজামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। হাসপাতাল থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে আছেন।
সংশ্লিষ্ট একাধিক চিকিৎসক জানান, ক্যানসারে আক্রান্ত প্রায় প্রত্যেক রোগীর চিকিৎসার একপর্যায়ে বিকিরণ সেবা লাগে। রেডিয়েশন যন্ত্রের অপর্যাপ্ততায় রোগীদের চিকিৎসা অসম্পূর্ণ রেখেই চলে যেতে হচ্ছে।
জানা যায়, জাতীয় ক্যানসার হাসপাতালে কোবাল্ট-৬০ যন্ত্রে একবার বিকিরণ পেতে রোগীর ব্যয় হয় মাত্র ১০০ টাকা। লিনিয়ার যন্ত্রে থেরাপি পেতে লাগে ২০০ টাকা। এ ছাড়া রেডিয়েশন থেরাপির প্ল্যানিং ফি ৫০০ থেকে ১৫০০ টাকা। একজন রোগীকে রেডিওথেরাপির একটি কোর্স সম্পন্ন করতে ছয়বার থেরাপি নিতে ব্যয় হয় সর্বোচ্চ ৬ হাজার ৫০০ টাকা। অন্যদিকে বেসরকারি হাসপাতালে একই সেবা (কোবাল্ট যন্ত্রে) পেতে লাগে কমপক্ষে ৮৭ হাজার টাকা। একই থেরাপি লিনিয়ার যন্ত্রে নিতে লাগে ১ লাখ ২২ হাজার টাকা।
এ বিষয়ে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী বলেন, বেশির ভাগ ক্যানসারের ক্ষেত্রে রোগীকে সুস্থ করতে কেমোথেরাপির পাশাপাশি রেডিওথেরাপি দিতে হয়। যেমন স্তন ক্যানসার, জরায়ু ক্যানসারে আক্রান্ত রোগীর চিকিৎসায় রেডিওথেরাপি আবশ্যক। অনেক ধরনের ক্যানসারের চিকিৎসা শুধু কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিয়েই সম্পন্ন করা সম্ভব। অনেক রোগীর পক্ষে বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। এতে তাদের মৃত্যুঝুঁকি বাড়ে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে