অতিরিক্ত টোল আদায় বন্ধে মানববন্ধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০৯: ৫৫
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ০৯

সুনামগঞ্জের ছাতক পৌরসভার নামে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপসহ পণ্যবাহী যানবাহন থেকে টোল এবং লামাকাজি সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের বাস স্ট্যান্ড এলাকায় যৌথভাবে প্রতিবাদ সভা করে ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক-শ্রমিক সমিতি।

সভায় ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সহসভাপতি রেজাউল হক তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগীয় ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত