আজকের পত্রিকা ডেস্ক
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে খুলনা ও সাতক্ষীরায়। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে খুলনায় নানান আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। গতকাল বৃহস্পতিবার সূর্যদয়ের সঙ্গে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন বীর মুক্তিযোদ্ধারা।
এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতানায় উজ্জীবিত হয়ে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’
পাইকগাছা: খুলনার পাইকগাছায় ১৬ ডিসেম্বর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বটিয়াঘাটা: ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে বটিয়াঘাটায় পালিত হলো মহান বিজয় দিবসের অনুষ্ঠান। গতকাল সকালে এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হুইপ পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমানসহ আরও অনেকে।
খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন।
দেবহাটা: দেবহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দেবহাটা সরকারি পাইলট হাইস্কুল মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
পাটকেলঘাটা: বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে তালা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল গণসমাবেশ পাটকেলঘাটা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়। সকাল থেকে পাটকেলঘাটা থানার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা এতে জমায়েত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
কলারোয়া: বিজয় দিবসের প্রথম প্রহরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচির শুরু করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি উচ্চারণ ও কবুতর অবমুক্ত করে করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ফুটবল মাঠে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে উপজেলার প্রাথমিক মাধ্যমিক ও কলেজের ছাত্র ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে।
তালা: তালায় বিজয় দিবসের প্রভাতে ৫০ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ ছাড়া কুজকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম প্রমুখ।
আশাশুনি: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার সকল সরকারি ও বেসরকারি অফিসে সুর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে খুলনা ও সাতক্ষীরায়। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে খুলনায় নানান আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। গতকাল বৃহস্পতিবার সূর্যদয়ের সঙ্গে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন বীর মুক্তিযোদ্ধারা।
এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতানায় উজ্জীবিত হয়ে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’
পাইকগাছা: খুলনার পাইকগাছায় ১৬ ডিসেম্বর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বটিয়াঘাটা: ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে বটিয়াঘাটায় পালিত হলো মহান বিজয় দিবসের অনুষ্ঠান। গতকাল সকালে এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হুইপ পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমানসহ আরও অনেকে।
খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন।
দেবহাটা: দেবহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দেবহাটা সরকারি পাইলট হাইস্কুল মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
পাটকেলঘাটা: বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে তালা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল গণসমাবেশ পাটকেলঘাটা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়। সকাল থেকে পাটকেলঘাটা থানার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা এতে জমায়েত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।
কলারোয়া: বিজয় দিবসের প্রথম প্রহরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচির শুরু করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি উচ্চারণ ও কবুতর অবমুক্ত করে করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ফুটবল মাঠে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে উপজেলার প্রাথমিক মাধ্যমিক ও কলেজের ছাত্র ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে।
তালা: তালায় বিজয় দিবসের প্রভাতে ৫০ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ ছাড়া কুজকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম প্রমুখ।
আশাশুনি: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার সকল সরকারি ও বেসরকারি অফিসে সুর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে