সিরাজদিখানে রাতে দেশীয় মাছের হাট জমজমাট

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ০৭: ০৩
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২: ১২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গনি মার্কেটের সামনের রাস্তার পাশে পসরা বসিয়ে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বসে দেশীয় মাছের হাট। প্রতিদিন শত শত মানুষ মাছ কেনার জন্য এখানে ভিড় করেন। অনেকে সারা দিন কর্মব্যস্ততায় থাকার কারণে রাতে মাছ কিনতে পারছেন। জেলেরাও রাতের মধ্যেই শেষ করার লক্ষ্যে অনেক সময় দাম কম পেলেও বিক্রি করে থাকেন।

গতকাল শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায় সিরাজদিখান বাজারে গনি মার্কেটের সামনের রাস্তায় দেশীয় মাছ বিক্রির ধুম। জেলেরা বিভিন্ন এলাকা থেকে দেশীয় মাছ ধরে এনে রাতে এই স্থানে বিক্রি করেন। আর সারা দিন ব্যবসাপ্রতিষ্ঠান বা চাকরিজীবী মানুষ রাতে বাড়ি যাওয়ার সময় এখান থেকে তাজা মাছ কিনে নিয়ে যান। স্থানটি জমজমাট রাতের মাছের হাটে পরিণত হচ্ছে। তাই প্রতিদিন মাছ বিক্রেতা ও ক্রেতারা আসছেন এই স্থানে। কই, শিং, মাগুর, সরপুঁটি, টেংরা, বাতাসি, খৈলসা, টাকি, মলা, ঢেলা, তপসি, রুই, কাতল, মৃগেল, কালবাউস, আইড়, শোল ও বোয়াল মাছ পাওয়া যাচ্ছে এ হাটে।

রাতে মাছ কিনতে আসা মো. আওলাদ শেখ বলেন, ‘আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। দিনের বেলায় তাজা মাছ কিনে নিতে পারি না। রাতে অফিস শেষ করে মাঝেমধ্যেই এই স্থান থেকে মাছ কিনে নিয়ে যাই। দামেও কম।’

জেলে মো. মনির বলেন, ‘দুপুরের পর থেকে যে মাছগুলো ধরা হয়, সেগুলো সন্ধ্যায় এই স্থানে বিক্রি করতে নিয়ে আসি। যদি রাতে মাছ বিক্রি করতে না পারি, তবে সব পচে যাবে। সে কারণে রাতেই মাছ বিক্রি করে ফেলি। আর এখানে অনেকে মাছ কিনতে আসেন। আমরাও ভালো দামে মাছ বিক্রি করতে পারছি, তাই আসি।’

সিরাজদিখান বাজার ব্যবসায়ী আল মামুন বলেন, ‘আমি ভোরে বাজারে চলে আসি। আর রাতে মাছ কিনে বাসায় নিয়ে যাই।’

সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা বলেন, ‘উপজেলার নদ-নদীতে পানি অনেক কম। অনেক জমি থেকে পানি নেমে যাচ্ছে, সে জন্য দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। সেই মাছগুলো জেলেরা ধরে বিক্রি করছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত