ইমতিয়াজ আহমেদ, শিবচর
পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় আছেন পদ্মাপাড়ের মানুষ। তাঁরা আশা করছেন পদ্মা সেতু চালু হলে তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, লাঘব হবে ভোগান্তির। সেতুর নিচ দিয়ে লঞ্চ পার হতেই সেতু নিয়ে আলোচনা শুরু করেন সাধারণ যাত্রীরা।
লঞ্চের যাত্রীরা বলেন, ‘আর মাত্র তিন-চার মাস। তারপরই ওপর দিয়ে যাওয়া যাবে।’ গতকাল বুধবার সকাল ৯টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে লঞ্চে অবস্থানের সময় পদ্মা সেতু নিয়ে সাধারণ যাত্রীদের মুগ্ধতা আর প্রত্যাশার আলাপ-আলোচনা শোনা যায়।
লঞ্চের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি করছিলেন এক বয়স্ক ব্যক্তি। ভাড়া বেশি নেওয়া হচ্ছে অভিযোগ করে নিজেকেই সান্ত্বনা দিয়ে বলেন, ‘আর বেশি দিন নাই। যাত্রীদের হয়রানির দিন শেষের পথে। জুনেই চালু হবে পদ্মা সেতু!’
জাহানারা বেগম নামের এক যাত্রী বলেন, ‘লঞ্চে ওঠা-নামা করতে ঝামেলা হয়। ব্যাগ ও বাচ্চাকাচ্চা নিয়ে সমস্যায় পড়তে হয়। সেতু চালু হলে আমাদের সব দুর্ভোগ দূর হবে।’
লঞ্চের ডেকে দাঁড়িয়ে শিশু সন্তানকে কোলে নিয়ে পদ্মাসেতু দেখাচ্ছিলেন কামরুজ্জামান নামের এক যাত্রী। তিনি বলেন, ‘পদ্মাসেতু আমাদের স্বপ্নের সেতু। সেতুর দিকে তাকালে মনে প্রশান্তি আসে। সন্তানকে তাই দেখাচ্ছি। জুনেই সেতুর ওপর দিতে যেতে পারব আশা রাখি।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৮৭টি ছোট-বড় লঞ্চ চলাচল করছে। এ ছাড়া বৈধ স্পিডবোট রয়েছে দেড় শ এর মতো।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম রুট এই বাংলাবাজার-শিমুলিয়া। পদ্মাসেতু চালু হলে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় আছেন পদ্মাপাড়ের মানুষ। তাঁরা আশা করছেন পদ্মা সেতু চালু হলে তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে, লাঘব হবে ভোগান্তির। সেতুর নিচ দিয়ে লঞ্চ পার হতেই সেতু নিয়ে আলোচনা শুরু করেন সাধারণ যাত্রীরা।
লঞ্চের যাত্রীরা বলেন, ‘আর মাত্র তিন-চার মাস। তারপরই ওপর দিয়ে যাওয়া যাবে।’ গতকাল বুধবার সকাল ৯টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে লঞ্চে অবস্থানের সময় পদ্মা সেতু নিয়ে সাধারণ যাত্রীদের মুগ্ধতা আর প্রত্যাশার আলাপ-আলোচনা শোনা যায়।
লঞ্চের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি করছিলেন এক বয়স্ক ব্যক্তি। ভাড়া বেশি নেওয়া হচ্ছে অভিযোগ করে নিজেকেই সান্ত্বনা দিয়ে বলেন, ‘আর বেশি দিন নাই। যাত্রীদের হয়রানির দিন শেষের পথে। জুনেই চালু হবে পদ্মা সেতু!’
জাহানারা বেগম নামের এক যাত্রী বলেন, ‘লঞ্চে ওঠা-নামা করতে ঝামেলা হয়। ব্যাগ ও বাচ্চাকাচ্চা নিয়ে সমস্যায় পড়তে হয়। সেতু চালু হলে আমাদের সব দুর্ভোগ দূর হবে।’
লঞ্চের ডেকে দাঁড়িয়ে শিশু সন্তানকে কোলে নিয়ে পদ্মাসেতু দেখাচ্ছিলেন কামরুজ্জামান নামের এক যাত্রী। তিনি বলেন, ‘পদ্মাসেতু আমাদের স্বপ্নের সেতু। সেতুর দিকে তাকালে মনে প্রশান্তি আসে। সন্তানকে তাই দেখাচ্ছি। জুনেই সেতুর ওপর দিতে যেতে পারব আশা রাখি।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৮৭টি ছোট-বড় লঞ্চ চলাচল করছে। এ ছাড়া বৈধ স্পিডবোট রয়েছে দেড় শ এর মতো।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম রুট এই বাংলাবাজার-শিমুলিয়া। পদ্মাসেতু চালু হলে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে