শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৮৮ হাজার ৩৪৭ জন মানুষ। এতে শতকরা প্রথম ডোজ নেওয়ার হার ৩৫ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৯১৯ জন করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। ইতিমধ্যে এখন পর্যন্ত ৮৮ হাজার ৩৪৭ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৩৩২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রের (ইপিআই) মেডিকেল টেকনোলজিস্ট সঞ্জীব কুমার সেন জানান, শাহরাস্তি পৌরসভা ও ১০টি ইউনিয়নে গণ টিকাসহ উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র, ২৫টি কমিউনিটি ক্লিনিক, ৯টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মাধ্যমে এসব টিকা দেওয়া হয়েছে। প্রদানকৃত টিকার মধ্যে ৮৩ হাজার ১৩৯ জনকে সিনোফার্ম ১ম ডোজ ও ৩৮ হাজার ৩৯ জনকে ২য় ডোজ এবং ৫ হাজার ২০৮ জনকে কোভিশিল্ড প্রথম ডোজ ও ৪ হাজার ৯৫০ জনকে ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় জনসংখ্যা ৩ লাখের মতো। এখানে ১ লাখ ৯১৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। লক্ষ্যমাত্রা ছিল নভেম্বরে ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা। ইতিমধ্যে ৩৫ শতাংশ লোক টিকা গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, উপজেলায় এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারীরা সুস্থ রয়েছেন। কোথাও ভ্যাকসিন গ্রহণ পরবর্তী কোন জটিলতার খবর পাওয়া যায়নি।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৮৮ হাজার ৩৪৭ জন মানুষ। এতে শতকরা প্রথম ডোজ নেওয়ার হার ৩৫ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ৯১৯ জন করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। ইতিমধ্যে এখন পর্যন্ত ৮৮ হাজার ৩৪৭ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৩১ হাজার ৩৩২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রের (ইপিআই) মেডিকেল টেকনোলজিস্ট সঞ্জীব কুমার সেন জানান, শাহরাস্তি পৌরসভা ও ১০টি ইউনিয়নে গণ টিকাসহ উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র, ২৫টি কমিউনিটি ক্লিনিক, ৯টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের মাধ্যমে এসব টিকা দেওয়া হয়েছে। প্রদানকৃত টিকার মধ্যে ৮৩ হাজার ১৩৯ জনকে সিনোফার্ম ১ম ডোজ ও ৩৮ হাজার ৩৯ জনকে ২য় ডোজ এবং ৫ হাজার ২০৮ জনকে কোভিশিল্ড প্রথম ডোজ ও ৪ হাজার ৯৫০ জনকে ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় জনসংখ্যা ৩ লাখের মতো। এখানে ১ লাখ ৯১৯ জন ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। লক্ষ্যমাত্রা ছিল নভেম্বরে ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা। ইতিমধ্যে ৩৫ শতাংশ লোক টিকা গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, উপজেলায় এখন পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারীরা সুস্থ রয়েছেন। কোথাও ভ্যাকসিন গ্রহণ পরবর্তী কোন জটিলতার খবর পাওয়া যায়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে