Ajker Patrika

দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম

বালাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ২০
দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম

বালাগঞ্জে দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। সীমিত ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। বাজারে কেনাকাটায় নাকাল হচ্ছেন মধ্যবিত্তরাও। বালাগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে চাল, পেঁয়াজ, তেল, মুরগিসহ বেশির ভাগ পণ্যই চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকায়।

বালাগঞ্জ মধ্য বাজার এলাকার এক ব্যবসায়ী নানু মিয়া বলেন, ব্রয়লার মুরগির দাম বাড়ছেই। বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে জানান তিনি।

জাহাদ নামে এক ক্রেতা বলেন, ‘সব নিত্যপণ্যের দাম চড়া। তেল, পেঁয়াজ ও চালের দাম আমাদের মতো ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দাম বৃদ্ধির কারণে সীমিত আয় দিয়ে সংসার চালানো কঠিন।’

মুদি দোকান ঘুরে দেখা গেছে, কোম্পানিভেদে সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৫৫ টাকা থেকে ১৬০ টাকায়। আর পাম ওয়েল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকায়। আর মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকা থেকে ৭০ টাকা কেজিতে।

ব্যবসায়ীরা জানান, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দেশি রসুন ৬০ টাকা ও আমদানি করা রসুন ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি আলু ২০ টাকা, টমেটো ৩০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মুলা ২০ টাকা, পেঁপে ২৫ টাকা, শিম ৩০ টাকা, গাজর ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু ২০ থেকে ৩০ টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে।

এদিকে, সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও মাছ-মাংসের বাজার অস্থির। পাঙাশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। কই মাছ ১৫০ থেকে ২০০ টাকা, চিংড়ি মাঝারি ৫০০ টাকা, রুই মাছ ২৮০ থেকে ৩৫০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত