Ajker Patrika

টিকিট বাদেও নেওয়া হচ্ছে ১০ গুণ টাকা

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১১: ৪১
টিকিট বাদেও নেওয়া হচ্ছে ১০ গুণ টাকা

দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে রোগীদের কাছ থেকে টিকিটের বাইরে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রোগীদের অভিযোগ, সরকারনির্ধারিত পাঁচ টাকার টিকিট কাটলেও চিকিৎসককে অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা দিতে হচ্ছে।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আর এই অভিযোগ হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম সরদারের বিরুদ্ধে।

উপজেলার পশ্চিম মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহিনুর বেগম অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ টাকা জমা দিয়ে ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটেছি। কিন্তু ডাক্তারের কক্ষে ঢোকার আগে ডাক্তার ৫০ টাকা চাইছে। পরে বাধ্য হয়ে ৫০ টাকা দিয়েই ডাক্তারকে দেখাতে হয়েছে।’

চড়কখোলা গ্রামের তাছলিমা বেগম বলেন, ‘কাউন্টার থেকে পাঁচ টাকার টিকিট নিয়ে ডাক্তারের কক্ষে যাই। সেখানে লাইনে দাঁড়ালে ডাক্তার আবুল কালাম সরদার খুচরা ৫০ টাকা বাইর করতে বলেন। ৫০ টাকার এক পয়সা কম হলেও তিনি রোগী দেখেন না।’

এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবুল কালাম সরদার বলেন, ‘আমি ৫০ টাকা কিংবা ১০০ টাকা করে রোগীদের থেকে নিই, বিষয়টি আমার উচ্চপদস্থ কর্মকর্তারা জানেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী আমি অতিরিক্ত টাকা নিচ্ছি।’

মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল আহমেদ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম হচ্ছে, সেটা আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। সরকারনির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা কেন নেওয়া হচ্ছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি নির্দেশনা দেওয়া আছে পাঁচ টাকা করে নেওয়ার। বেশি নেওয়ার অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত