কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভুল চিকিৎসায় আরিফা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় কালিয়াকৈর পৌরসভার শফিপুর বাজার এলাকায় বেসরকারি তানহা হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
আরিফা আক্তার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাটোয়ারীপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তারা কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকারপাড়ায় নওশের আলীর বাসায় ভাড়া থাকে। সে সিনাবহ খন্দকারপাড়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
আরিফার পরিবার জানায়, গত শনিবার রাতে মাথা ও পেটব্যথা নিয়ে উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হয় আরিফাকে। সাত-আটটি পরীক্ষা করিয়ে স্যালাইন দিয়ে হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। এ সময় ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়। পরে রোগীর অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
রোববার বিকেল ৪টার দিকে একই সমস্যা নিয়ে আবারও ওই হাসপাতালে ভর্তি করা হয়। আগের দিনের মতোই অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। এতে অবস্থা আরও খারাপ হয়ে একপর্যায় আরিফার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ৎ
এদিকে ঘটনার পর আরিফাকে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে অন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় পরিবারের সদস্যরা বাধা দেন। পরে আরিফাকে অ্যাম্বুলেন্সে মৃত অবস্থায় দেখতে পান তার পরিবার। এতে পরিবারের লোকজনের কান্নাকাটিতে আশপাশের মানুষ এগিয়ে এলে তাঁদের সরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ম্যানেজার মোস্তফা হোসেন বলেন, ‘রোগীটিকে দুর্বল অবস্থায় ভর্তি করা হয়েছিল। সঙ্গে সঙ্গে বিভিন্ন ওষুধ দিয়ে স্যালাইন দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে দ্বিপক্ষীয়ভাবে এর মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভুল চিকিৎসায় আরিফা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় কালিয়াকৈর পৌরসভার শফিপুর বাজার এলাকায় বেসরকারি তানহা হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।
আরিফা আক্তার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাটোয়ারীপাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তারা কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকারপাড়ায় নওশের আলীর বাসায় ভাড়া থাকে। সে সিনাবহ খন্দকারপাড়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
আরিফার পরিবার জানায়, গত শনিবার রাতে মাথা ও পেটব্যথা নিয়ে উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হয় আরিফাকে। সাত-আটটি পরীক্ষা করিয়ে স্যালাইন দিয়ে হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। এ সময় ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়। পরে রোগীর অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
রোববার বিকেল ৪টার দিকে একই সমস্যা নিয়ে আবারও ওই হাসপাতালে ভর্তি করা হয়। আগের দিনের মতোই অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। এতে অবস্থা আরও খারাপ হয়ে একপর্যায় আরিফার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ৎ
এদিকে ঘটনার পর আরিফাকে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে অন্য হাসপাতালে পাঠানোর চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় পরিবারের সদস্যরা বাধা দেন। পরে আরিফাকে অ্যাম্বুলেন্সে মৃত অবস্থায় দেখতে পান তার পরিবার। এতে পরিবারের লোকজনের কান্নাকাটিতে আশপাশের মানুষ এগিয়ে এলে তাঁদের সরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ম্যানেজার মোস্তফা হোসেন বলেন, ‘রোগীটিকে দুর্বল অবস্থায় ভর্তি করা হয়েছিল। সঙ্গে সঙ্গে বিভিন্ন ওষুধ দিয়ে স্যালাইন দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে দ্বিপক্ষীয়ভাবে এর মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে